Vastu Tips: হিন্দু ধর্মে তুলসী গাছের এক আলাদাই গুরুত্ব রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই গাছে বাস করেন স্বয়ং মা লক্ষ্মী। ভগবান বিষ্ণুরও ভীষণ প্রিয় এই গাছ। বাস্তু শাস্ত্র মতে, যে বাড়িতে সবুজ তুলসী গাছ থাকে সেই বাড়িতে কখনোই সুখ-সমৃদ্ধির অভাব হয় না। তবে তুলসী গাছের পাতা শুকিয়ে যাওয়া কিন্তু অত্যন্ত অশুভ। এটি বাড়িতে আসতে চলা বিপর্যয়ের ইঙ্গিত দেয়। বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে বাড়ির নির্দিষ্ট দিকে যদি এই গাছ রাখা যায় তাহলেই পরিবারের সকলের উপর বজায় থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ।
বাস্তু শাস্ত্র অনুযায়ী, বাড়িতে তুলসী গাছ রাখার সময় বেশ কিছু নির্দিষ্ট নিয়ম মাথায় রাখতে হবে। না হলে উপকারের তুলনায় অপকার হবে বেশি। অধিকাংশ বাড়ির বারান্দায় বা উঠোনে কিংবা ফ্ল্যাটের বেলকনিতে দেখা পাওয়া যায় তুলসী গাছের। অনেকে আবার রান্না ঘরের কাছেই রেখে দেন তুলসী গাছ। তবে আদৌ কী রান্না ঘটে তুলসী গাছ রাখা যায়? কী বলা রয়েছে বাস্তু শাস্ত্রে? আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই জানানো হলো বিস্তারিত।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী অন্নপূর্ণার অবস্থান রান্না ঘরে। পুরাণ এবং শাস্ত্র মতে, অন্নপূর্ণাকে দেবী লক্ষ্মীর সখি বলেই ধরা হয়। তাই রান্নাঘরে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ। এই কাজ করলে দেবী লক্ষ্মী এবং অন্নপূর্ণার আশীর্বাদ একসঙ্গে পাওয়া যাবে। এমনকি এই রান্না ঘরে তুলসী গাছ লাগানোর বেশ কিছু সুবিধা রয়েছে। বিশেষ জায়গায় তুলসী গাছ থাকলে বাড়িতে সর্বদা পজেটিভ এনার্জি বিরাজ করে। তবে রান্না ঘরে তুলসী গাছ লাগানোর বেশ কিছু নিয়ম রয়েছে। সেগুলি মেনে চলতে হবে সকলকেই।
রান্না ঘরে তুলসী গাছ রাখার সময় যে বিষয়টা প্রথমেই মাথায় রাখতে হবে সেটা হল তুলসী গাছের চারিপাশে যেন কোনোভাবেই ময়লা জিনিসপত্র না থাকে।
তুলসী গাছের কাছে বাসী কিংবা এঁটো বাসন রাখা যাবে না মোটেই। এমনকি ফাঁকা বাসন রাখা যাবে না তুলসী গাছের পাশে। এই কাজ করলেই বাড়িতে বাস্তু ত্রুটি দেখা দেবে।
রান্না ঘরে যারা তুলসী গাছ রাখতে চান তাদের অবশ্যই প্রত্যেকদিন নিয়ম করে তুলসী গাছে জল নিবেদন করতে হবে। সন্ধ্যায় জ্বালাতে হবে ঘি এর প্রদীপ।
রবিবার ছাড়া অন্যান্য দিনগুলিতে নিয়ম নিষ্ঠা মেনে পুজো করতে হবে তুলসী গাছের। তাহলেই মিলবে উপকার।