PM Ujjwala Yojana : সাধারণ মানুষের সুবিধার্থে ভারত সরকারের তরফে একাধিক প্রকল্প সূচনা করা হয়। এমনই একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ এলাকায় বসবাসকারী দরিদ্র পরিবার এবং বিপিএল রেশন কার্ডধারী পরিবারগুলোকে বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ প্রদান করা। অনেকদিন আগে থেকে এই প্রকল্প চালু হলেও এখনো দেশের বহু মানুষের কাছে এই প্রকল্পের খবর পৌঁছায়নি। আবার খবর পৌঁছালেও এই প্রকল্পের অধীনে যে তারা বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ পেতে পারেন সেটাই তারা জানেন না।
আজ আমরা এই প্রতিবেদনে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প সম্বন্ধে সমস্ত বিস্তারিত তথ্য জানাবো আপনাদের। কিভাবে এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করাবেন? এই প্রকল্পের আওতায় আসার জন্য প্রয়োজনীয় নথি কি প্রয়োজন? এই সব কিছু আপনারা জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। তাহলে দেরি না করে শেষ অবধি চোখ রাখুন আমাদের প্রতিবেদনে।
আরোও পড়ুনঃ স্টেট ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১০ লক্ষ লোন নিলে কত টাকা EMI দিতে হবে? দেখে নিন হিসেব নিকেশ
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি –
শুধুমাত্র আধার কার্ড থাকলেই এই প্রকল্পের আওতায় মহিলারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এই প্রকল্পে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার পাশাপাশি গ্যাস ওভেনও প্রদান করে থাকে কেন্দ্র সরকার।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় কারা নাম নথিভুক্ত করাতে পারবেন ?
১. প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য প্রত্যেকটি মহিলার বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
২. আবেদনকারী মহিলাদের বিপিএল রেশন কার্ড থাকা অবশ্যক।
৩. কোন মহিলার বাড়িতে যদি আগে থাকে রান্নার গ্যাসের সংযোগ থাকে তাহলে আধার কার্ড ও বিপিএল কার্ড থাকলেও তিনি আর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করতে পারবেন না।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথি –
১. আধার কার্ড
২. রেশন কার্ড (BPL)
৩. বয়সের প্রমাণপত্র
৪. ঠিকানার প্রমাণপত্র
৫. ব্যাঙ্ক ব্যালেন্সের ডিটেলস
৬. বৈধ মোবাইল নম্বর
৭. পাসপোর্ট সাইজের ছবি
আরোও পড়ুনঃ আমার শিবিরে দুজনেই আছে…! দেব ও জিৎ-কে নিয়ে কি উপলব্ধি রুক্মিণীর?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আবেদন পদ্ধতি –
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার নিজের নাম নথিভুক্ত করাতে চাইলে আপনি আপনার নিকটবর্তী গ্যাস অফিসে কিংবা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদনপত্র জমা করতে পারেন।
১. প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে।
২. এরপর আপনার সামনে যে হোম পেজ খুলবে সেখানে আবেদন ফর্মের বিকল্পটি দেখে আপনাকে সিলেক্ট করতে হবে।
৩. আবেদন পত্রটি নির্বাচন করার পর পত্রটি আপনার সামনে খুলে যাবে।
৪. এখন এই পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
৫. আবেদন পত্রে থাকা উল্লেখিত তথ্যগুলি আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথি অ্যাটাচ করে আপনার নিকটবর্তী গ্যাস অফিসে জমা দিতে হবে।
আপনার আবেদন যাচাই করার পরেই আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাসের সংযোগ পাবেন বিনামূল্যে।