Knowledge Story : আমাদের চারপাশে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের চোখের সামনে থাকলেও তা নিয়ে আমরা কখনো সেভাবে মাথা ঘামাই না। কিন্তু সেই জিনিসগুলো বর্তমান সময়ে জেনে রাখা অত্যন্ত জরুরি বিশেষ করে যারা বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন। বর্তমান সময়ে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সিলেবাস হল জেনারেল ইন্টালিজেন্স। এই পরীক্ষায় এমন কিছু প্রশ্ন আসে যেগুলো দেখলে সাধারণত হতবাক হতে হয় পরীক্ষার্থীদের। তাই বর্তমান সময়ে কোন কিছুই আমাদের অবহেলা করে এড়িয়ে গেলে চলবে না। আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাকে এমনই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানাবো যেগুলো আপনার জ্ঞানের পরিধি বিস্তার করতে বিশেষভাবে সাহায্য করবেন।
আরোও পড়ুন » ‘লাগে টাকা দেবে গৌরী সেন’! কে গৌরী সেন? এই ইতিহাস শুনলে চমকে যাবেন
আজি প্রতিবেদনে আমরা আপনাদের এমন একটি প্রশ্নের উত্তর জানাবো যার প্রশ্নটা চেনা হলেও উত্তরটা একেবারেই অজানা। বলতে গেলে ৯৯% মানুষই এর উত্তর জানে না। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার জন্য এই ধরনের প্রশ্নের উত্তর জেনে রাখা অত্যন্ত জরুরী। অনেক সময় এমনটাও হয় যে উত্তর জানা থাকলেও মাথায় আসেনা। তাই এই প্রশ্নগুলো নিয়ে প্রতিনিয়ত চর্চা করাও খুবই জরুরি। আসুন জেনে নিন সেই প্রশ্ন এবং তার উত্তর।
প্রশ্ন : বলুন তো এমন কোন প্রাণী আছে যে জল না খেয়েও বেঁচে থাকতে পারে?
উত্তর : ক্যাঙ্গারু ইঁদুর হলো সেই প্রাণী যে প্রাণী জীবনে একবারও জল খায় না। জল পান করার পরে এই প্রাণী মারা যায়।
আরোও পড়ুন » বাড়িতে এই ফুল চাষ করে আয় হবে লাখ লাখ টাকা
জলের অপর নাম জীবন, তা আমরা সকলেই জানি। আমরা কেউই জল ছাড়া বাঁচতে পারি না। সে মানুষ হোক বা কিংবা অন্য যে কোন প্রাণী। কিন্তু ক্যাঙ্গারু ইঁদুর হলো সেই প্রাণী যে জীবনে একবারও জল খায় না। বরং জল খেলে এই প্রাণী মারা যায়।
• ক্যাঙ্গারু ইঁদুরের বৈশিষ্ট্য :
ক্যাঙ্গারু ইঁদুর হল চার বা পাঁচ আঙ্গুলের হেটেরোমাইড ইঁদুর। এই ইঁদুরের পেছনের পা এর তুলনায় সামনের পা অপেক্ষাকৃত ছোট এব মাথা বড়। একটি প্রাপ্তবয়স্ক ক্যাঙ্গারো ইঁদুরের ওজন সাধারণত ৭০ থেকে ১৭০ গ্রাম হয়ে থাকে।