TATA New Jobs Recruitment 2024: একবারে ৬,০০০ নতুন কর্মী নিয়োগ করছে টাটা গ্রূপ। বেতন, যোগ্যতা, শূন্যপদের নাম দেখে নিন

Tata Steel Recruitment : ভারতের চাকরিপ্রার্থীদের জন্য এবার দুর্দান্ত চাকরির সুযোগ নিয়ে এলো টাটা স্টিল কম্পানি (Tata Steel Company). টাটা গ্রুপের পক্ষ থেকে এই নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।…

Published By: Debapriya Sarkar | Published On:

Tata Steel Recruitment : ভারতের চাকরিপ্রার্থীদের জন্য এবার দুর্দান্ত চাকরির সুযোগ নিয়ে এলো টাটা স্টিল কম্পানি (Tata Steel Company). টাটা গ্রুপের পক্ষ থেকে এই নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। কোন পদে নিয়োগ করা হবে? শূন্য পদের সংখ্যা কত? বেতন কি থাকবে? কিভাবে আবেদন করতে হবে? আবেদনের শেষ তারিখ কত? সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানাতেই আজকের আমাদের এই প্রতিবেদন। তাহলে দেরি না করে আসুন জেনে নিন সমস্ত তথ্য।

আরোও পড়ুন >> রাজ্যে অষ্টম ও দশম পাশে একাধিক পদে কর্মী নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার, মাসিক বেতন ১৭,০০০-৪,৩৬০০ /- টাকা

ভারতবর্ষে বিভিন্ন কর্পোরেট সেক্টর গুলির মধ্যে অন্যতম হলো টাটা গ্রুপ। বর্তমানে এই টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা। কর্মীদের পারফরমেন্সের উপর নির্ভর করে তাদের কাজের গ্যারান্টি দিয়ে থাকে কোম্পানি নিজেই। প্রচুর কর্মী রয়েছে এই কোম্পানিতে। কর্পোরেট সেক্টর গুলির মধ্যে টাটা অত্যন্ত জনপ্রিয় প্রতিষ্ঠান। টাটায় এমন কিছু পোস্ট রয়েছে যেখানে সরকারি চাকরির মতই সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই বর্তমানে টাটার এই নিয়োগের বিজ্ঞপ্তি চাকরি প্রার্থীদের জন্য অবিলম্বে একটি দুর্দান্ত সুযোগ।

১. পদের নাম –

সম্প্রতি টাটা গ্রুপের পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে টাটা কোম্পানিতে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। পদগুলি হলো –

• Area Manager

• Marketing-Chemical Specialty Area Manager Management Development

• Mgr Foreign Exchange& Commodity Hedging

• Assistant Manager (R&R)

• Asst. Manager (Land & Lease)

• Manager Civil

• Asst Manager BAF

• Assistant Manager – Investor Services

• Emergency Medicine – Meramandali

• Management Trainee Technical- BIT Sindri- Mechanical

২. শূন্য পদ –

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে মোট ৬ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

৩. বেতন –

প্রার্থীদের নিয়োগের পর মাসিক ₹২৪,৫০০ টাকা থেকে ₹৬৮,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

৪. শিক্ষাগত যোগ্যতা –

এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়েছে। তবে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে আবেদনকারী প্রার্থীদের। এছাড়া উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস প্রার্থীদের জন্যও ভালো চাকরির সুযোগ রয়েছে।

৫. আবেদনের জন্য প্রয়োজনীয় নথি –

উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের আবেদন পত্রের সাথে বিশেষ কিছু নথি জমা করতে হবে। নথি গুলি হল –

• আধার কার্ড 

• ভোটার কার্ড 

• প্যান কার্ড 

• শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

• আবেদনকারী প্রার্থীর সিভি 

৬. অফিসিয়াল ওয়েবসাইট – 

https://tatasteel.ripplehire.com

আরোও পড়ুন >> মহিলাদের ১৫,০০০ টাকা করে দেবে কেন্দ্র সরকার, এই প্রকল্পে নাম লেখাই টাকা পাবেন

৭. আবেদনের শেষ তারিখ –

জুন মাসের ২৮ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আগস্ট মাসের ৮ তারিখ পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া।

৮. নিয়োগ পদ্ধতি –

আবেদনকারী প্রার্থীদের চাকরির জন্য কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। চাকরিপ্রার্থীদের যোগ্যতার উপর ভিত্তি করে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

About Author
Debapriya Sarkar

দেবপ্রিয়া বিগত বেশ কিছু বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় তার হ...