New Bengali Serial: বাংলা টেলিভিশন(Bengali Serial) জগতে এখন নিত্য নতুন ধারাবাহিক চলে আসছে। প্রত্যেক মাসেই একের পর এক নতুন সিরিয়াল আসছে। স্টার জলসা হোক বা জি বাংলা দুটো চ্যানেলের ক্ষেত্রে একই জিনিস। এবার আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে বলে শোনা যাচ্ছে।
বাংলা টেলিভিশন জগতের এক অন্যতম জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। শেষবার তাকে স্টার জলসার বাংলা মিডিয়াম ধারাবাহিকে দেখা গিয়েছিল। এরপর অনেকগুলো মাস কেটে যাওয়ার পর এখনো নতুন কোন ধারাবাহিকে কামব্যাক করতে দেখা যায়নি অভিনেতাকে।
এবার শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি জি বাংলায় প্রসেনজিতের এন আইডিয়াজ প্রোডাকশন হাউজের নতুন মেগা সিরিয়াল আসছে। এই ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন নীল ভট্টাচার্য। আর এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে দেখা যেতে পারে আলোর কোলে খ্যাত অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে। এই অভিনেত্রীকে শেষবার জি বাংলার আলোর কোলে ধারাবাহিকে দেখা গিয়েছিল।
যদিও এই প্রসঙ্গে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে চাননি। প্রসঙ্গত। এর আগেও বেশ কিছু ধারাবাহিকে সঙ্গে নীল ভট্টাচার্যের নাম জড়িত থাকলেও পরবর্তীকালে সেই ধারাবাহিকগুলোতে অন্যান্য অভিনেতা-অভিনেত্রীকে দেখা গিয়েছে।