একচার্জেই ঝড়ের গতিতে ছুটবে ৪৫ কিমি! সস্তায় দুর্দান্ত মানের ইলেকট্রিক সাইকেল লঞ্চ করল আম্বানির Jio

Jio Electric Cycle: টেলিকম বাজারের পাশাপাশি ভারতের বড় বড় মার্কেটে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে রিলায়েন্স। এই মুহূর্তে ভারতের সর্বপ্রথম টেলিকম সংস্থা হিসেবে পরিচিত জিও। নিজস্ব ফোন থেকে শুরু করে ব্রডব্যান্ড…

Published By: Papiya Paul | Published On:

Jio Electric Cycle: টেলিকম বাজারের পাশাপাশি ভারতের বড় বড় মার্কেটে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে রিলায়েন্স। এই মুহূর্তে ভারতের সর্বপ্রথম টেলিকম সংস্থা হিসেবে পরিচিত জিও। নিজস্ব ফোন থেকে শুরু করে ব্রডব্যান্ড পরিষেবা, দুর্দান্ত ইন্টারনেট পরিষেবা সমস্ত কিছু দিয়েই গ্রাহকদের মন জয় করে নিয়েছে এই সংস্থা। আর এবার ইলেকট্রিক সাইকেল লঞ্চ করতে চলেছে জিও(Jio)।

জিও ইলেকট্রিক সাইকেলের গুণাগুণ:
এখন যতদিন এগোচ্ছে পেট্রোল থেকে ডিজেলের দাম ততই বেড়ে চলেছে। এই সমস্ত জ্বালানি দিয়ে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। তাই ইলেকট্রিক স্কুটি বা গাড়ি যদি ব্যবহার করা যায় তাহলে পরিবেশ দূষণ হয় না, এমনকি পেট্রোল এবং ডিজেলের খরচ অনেক বাঁচে। আর এবার মার্কেটে নিয়ে আসতে চলেছে জিও ইলেকট্রিক সাইকেল। আজকে এই প্রতিবেদনে এই ইলেকট্রিক সাইকেল সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে শেয়ার করব।

আরো পড়ুন: Rath Yatra 2024: দূর হবে অর্থ কষ্ট, জীবনে আসবে সুখ, রথের দিন বাড়িতে করুন এই ছোট্ট একটি কাজ

ফিচার্স:

১) সূত্র মারফত জানা গিয়েছে এই সাইকেলে চার গিয়ার যুক্ত একটি মোটর থাকবে। এই মোটরটি হবে ২৫০ ওয়াটের BLDC মোটর।
২) পাওয়ারফুল ব্যাটারি থাকবে যেটা এই মোটরকে শক্তি যোগাবে।
৩) এই সাইকেল ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগ তুলতে পারবে। সর্বোচ্চ গতিবেগ হবে ৫৫ কিলোমিটার প্রত্যেক ঘন্টায়।
৪) মাত্র চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে এ সাইকেল ফুল চার্জ হয়ে যাবে।
৫) এই সাইকেলের সামনে ও পেছনে দুই চাকাতেই ডিস্ক ব্রেক সিস্টেম, এলেন কি, স্ট্যান্ড সহ আরো অনেকে ফিচর্স থাকবে।

দাম:  এখনো অফিসিয়ালি এই সাইকেলের কোন দাম ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে ৩০ হাজার টাকার মধ্যেই দাম হতে পারে। এছাড়া এই সাইকেল কেনার জন্য ইএমআই-এর অপশন থাকবে।

আরো পড়ুন: Realme C63: মাত্র ₹8,999 টাকায় আইফোনের মজা! দুর্দান্ত ফোন লঞ্চ করল এই সংস্থা
কোথায় পাওয়া যাবে এই জিও ইলেকট্রিক সাইকেল:

প্রাথমিকভাবে জিও স্টোরে এই সাইকেল অর্ডার দেওয়া যাবে। এছাড়া অনলাইনে বাড়িতে বসেই ডেলিভারি পেয়ে যেতে পারবেন গ্রাহকেরা।

About Author
Papiya Paul

সাড়ে ৪ বছরের বেশি সময় ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে যুক্ত। যে কোনো বিষয়ে কনটেন্ট লেখার দক্ষতা রয়েছে। সঠিক এবং ...