Level Of Intelligence : ছেলে না মেয়ে, কাদের বুদ্ধি বেশি ? এই নিয়ে দ্বন্দ্ব চিরকালের। এই দ্বন্দ্বে মেয়েরা যেমন নিজেদের বেশি বুদ্ধিমান বলে মনে করে, উল্টো দিকে ছেলেরাও নিজেদের ক্ষেত্রে তেমনটাই দাবি করে থাকেন। একটি সংসার গঠন করতে গেলে নারী বুদ্ধি সবথেকে বেশি প্রয়োজন হয়, এমনটাই দাবি করে থাকে মেয়েরা। অন্যদিকে ছেলেরা একইভাবে দাবী করেন যে ছেলেরা বুদ্ধি করে সবদিক সামলায় বলেই মেয়েরা নাকি সংসার তৈরি করতে পারে। এরকম একাধিক তর্ক-বিতর্কের পরেও এতদিন পর্যন্ত কোনভাবেই প্রমাণ করা সম্ভব হয়নি যে আসলে ঠিক কাদের বুদ্ধি বেশি!
সম্প্রতি বিশেষজ্ঞরা এই বিষয়টির উপর বিশেষভাবে দৃষ্টিপাত করেছেন। এই নিয়ে বিশেষ গবেষণার পর বিশেষজ্ঞরা ছেলে নাকি মেয়ে, কাদের ব্রেন বেশি ক্ষুরধার সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। আসুন জেনে নিন কি বলছেন বিশেষজ্ঞরা।
নিউজিল্যান্ডের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ে নিউরোলজিস্টদের একটি দল উল্লেখিত বিষয়টি নিয়ে বিশেষভাবে গবেষণা চালায়। এই গবেষণায় যে ফলাফল সামনে আসে তা রীতিমতো চমকে দেয় সকলকে। গবেষণায় দেখা যায় ছেলেদের মস্তিষ্কের আকার মেয়েদের তুলনায় অনেকটাই বড়। এর ফলে ছেলেদের ব্রেনে সেলের সংখ্যা অনেক বেশি। কিন্তু ছেলেদের ব্রেনে সেলের সংখ্যা বেশি হলেও ছেলেদের তুলনায় মেয়েরা তাদের মস্তিষ্কের ব্যবহার অনেক ভালোভাবে পারে। দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণে ছেলেদের তুলনায় মেয়েরা অনেকটাই এগিয়ে। সময় উপযোগী কাজ করার ক্ষেত্রে মেয়েরা সর্বদা সিদ্ধ হস্ত।
আরোও পড়ুন >> পাত্তা পাবে না কোনো স্কিম, Tata নিয়ে এসেছে দারুণ অফার, সহজেই হতে পারেন লাখপতি
গবেষণায় আরো দেখা গিয়েছে যে, মস্তিষ্কে যে অংশে আবেগ এবং স্মৃতির মধ্যে সংযোগ থাকে ছেলেদের ক্ষেত্রে সেই অংশটি অনেক বড় এবং সেখানে কোষের সংখ্যাও অনেক বেশি। অথচ ছেলেরা তার ব্যবহার খুব একটা বেশি করতে পারে না। মেয়েদের ক্ষেত্রে এই অংশটির ব্যবহার ক্ষমতা ছেলেদের তুলনায় অনেকটাই বেশি থাকে। গবেষকরা সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পরে কাদের বুদ্ধি বেশি এই নিয়ে স্পষ্ট কোন মতামত না দিলেও এই বিষয়টি পরিষ্কার যে ছেলেদের তুলনায় মেয়েদের যেকোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও উপস্থিত বুদ্ধি অনেকটাই বেশি।