Post Office Scheme: সাধারণ মানুষ অর্থ সঞ্চয়ের প্রসঙ্গ উঠলে ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে অর্থ জমা করে থাকেন। তবে এইসব জায়গায় অর্থ বিনিয়োগ করলেও সেভাবে মোটা টাকা রিটার্ন পাওয়ার সম্ভব হয় না। তবে এবার পোস্ট অফিসে(Post Office) এমন সুবিধা সামনে এসেছে, যেখানে লাখ লাখ টাকা উপার্জন হবে। বর্তমান সময়ে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।
এছাড়া পোস্ট অফিসে একাধিক ইন্সুরেন্স প্ল্যানও রয়েছে। যেখানে আপনি ইন্সুরেন্সের সাথে ম্যাচুরিটিতে ভালো টাকা পেতে পারেন। এমনই একটি স্কিম হলো পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম। আজকের এই প্রতিবেদনে এই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো।
পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম:
পোস্ট অফিসে গ্রামীণ ডাক জীবন বীমা এই জনপ্রিয় ইন্সুরেন্সের একটি প্ল্যান হল পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম। এটি যেহেতু একটি ইন্সুরেন্স প্ল্যান তাই আপনার জীবন কভারেজ প্রদান করে থাকে। এখানে প্রিমিয়ামের টাকা মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে জমা করা যাবে।
কি কি সুবিধা আছে?
১) এই স্কিমে বিনিয়োগ করতে হলে নূন্যতম বয়স ১৯ বছর এবং সর্বাধিক ৫৫ বছরের মধ্যে হতে হবে।
২) সর্বনিম্ন ইন্স্যুরেন্স কভারেজ ১০,০০০ টাকা এবং সর্বাধিক ১০ লক্ষ টাকা।
৩) এছাড়া এখানে যেই ব্যক্তি বীমা করেছেন, তার মৃত্যুর পর নমিনি ইনস্যুরেন্সের টাকা পেয়ে যাবেন। আর নমিনি যদি না থাকে, তাহলে আইনি উত্তরাধিকারী সেই টাকা পেয়ে যাবেন।
৪) এই স্কিমের তিন বছর পূর্ণ হওয়ার পর আপনি এই স্কিমের অধীনে লোন নিতে পারবেন।
৫) আপনি তিন বছর পর ইন্সুরেন্স বন্ধ করে জমা করা টাকা পেতে পারেন। তবে পাঁচ বছরের আগে আত্মসমর্পণ করলে সেক্ষেত্রে কোন বোনাস পাবেন না। আর পাঁচ বছর পর পলিসি হ্যান্ডওভার করলে বিমাকৃত পরিমাণে আনুপাতিক বোনাস পাওয়া যাবে।
আরো পড়ুন: LIC: রোজ মাত্র ৩০ টাকা জমিয়ে লাখপতি, LIC-র এই স্কিমে মিলবে অনেক সুবিধা সঙ্গে মোটা রিটার্ন
ইন্সুরেন্স কভারেজ ও ম্যাচুরিটির হিসাব:
প্রিমিয়াম: প্রতি মাসে ১,১২৬ টাকা জমা করতে হবে।
ম্যাচুরিটি: ২৫ বছর থেকে ৬০ বছর পর্যন্ত অর্থাৎ ৩৫ বছর টাকা জমা করলে ম্যাচিউরিটিতে ১৩ লক্ষ ৪০ হাজার টাকা রিটার্ন পাওয়া যাবে।
এক্ষেত্রে মোট জমা করা টাকা পাঁচ লক্ষ টাকা।
আর পোস্ট অফিস থেকে ৮ লক্ষ ৪০ হাজার টাকা বোনাস পাওয়া যাবে।
এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।