Tulsi Vastu Tips : সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বাড়ির উঠোনে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ। মনে করা হয় তুলসী গাছে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু একত্রে বসবাস করেন। তাই যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। তবে তুলসী গাছ লাগালেই হলো না। সেই গাছকে নিয়মিত যত্ন ও পুজো করতে হবে। সন্ধ্যাকালে তুলসী তলায় ধূপ ধুনো দেওয়া অত্যন্ত শুভ। এতে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়।
আরোও পড়ুন >> স্বল্প পুঁজি বিনিয়োগে লাখপতি হওয়ার দুর্দান্ত সুযোগ, লোকসান হওয়ার কোনো সম্ভাবনাই নেই এই ব্যবসায়
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের পাতা যখন তখন ছেঁড়া যায় না। তুলসী পাতা ছেঁড়ার জন্য কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো না মানলে তা জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে। জ্যোতিষ শাস্ত্র মতে, তুলসী গাছের পাতা ছেঁড়ার সময় কিছু বিশেষ দিক খেয়াল রাখা উচিত। আসুন জেনে নিন জ্যোতিষবিদ উজ্জয়িনীর আচার্য রবি শুক্লার কাছ থেকে তুলসী পাতা ছেড়ার সময় কোন ভুলগুলো কখনোই করা উচিত নয় সেই ব্যাপারে।
• তুলসী পাতা ছেঁড়ার সময় যে ভুলগুলো করা উচিত নয় –
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী তুলসী পাতা ছেঁড়ার সময় কিছু বিশেষ দিক খেয়াল রাখা উচিত।
১. তুলসী পাতা তোলার সময় কখনই তার নখ দিয়ে ভাঙবেন না। চেষ্টা করবেন আলতো করে পাতা ছিড়ে নেওয়ার।
২. সন্ধ্যের পরে তুলসী গাছে হাত দেওয়া জ্যোতিষ শাস্ত্রে একেবারেই নিষেধ। যদি কোন পূজোর কাজে তুলসী পাতার প্রয়োজন হয় তবে সকালেই তা তুলে রাখা চেষ্টা করুন।
৩. তুলসী গাছের দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু বাস করেন। তাই স্নান না করে কখনোই তুলসী গাছ স্পর্শ করবেন না।
আরোও পড়ুন >> বদলে যাবে দীঘা! আর আগের মত নয়, এবার সমুদ্র সৈকতের লুক দেখলে চমকে যাবেন
৪. একাদশী, রবিবার, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিন তুলসী পাতা ছেঁড়া একেবারেই উচিত নয়। প্রয়োজনে একদিন আগে তুলসী পাতা তুলে রাখতে পারেন।
৫. বাড়ির ছাদে কখনোই তুলসী গাছ রাখবেন না। এতে বাড়িতে কলহ সৃষ্টি হয়।