Mosquito : বাড়িতে লাগান এই ৫টি গাছ, বাপ বাপ করে পালাবে মশার দল

Mosquito Infestation During Monsoon : রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। বর্ষা ঢোকায় প্যাচপ্যাচে গরমের থেকে মুক্তি মিলেও বর্ষাকালে একাধিক রোগ সংক্রমণ বৃদ্ধি পায়। বর্ষাকালে মশার উপদ্রব বেশি হওয়ার কারণে ডেঙ্গু ম্যালেরিয়ার…

Published By: Debapriya Sarkar | Published On:

Mosquito Infestation During Monsoon : রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। বর্ষা ঢোকায় প্যাচপ্যাচে গরমের থেকে মুক্তি মিলেও বর্ষাকালে একাধিক রোগ সংক্রমণ বৃদ্ধি পায়। বর্ষাকালে মশার উপদ্রব বেশি হওয়ার কারণে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো সমস্যায় ভুগতে হয় রাজ্যবাসীকে। সন্ধ্যের পর সাধারণত মশার উপদ্রব বেশি হয়। এখন মশা তাড়ানোর জন্য বাজারে অনেক ধরনের দ্রব্য পাওয়া গেলেও সব কিছু কার্যকর নয়। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মশা তাড়ানোর জন্য কিছু গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এমন কিছু জাগাত রয়েছে যেগুলো বাড়িতে লাগালে সেই বাড়িরতে মশার উপদ্রব হয় না। আজ এই প্রতিবেদনে তেমনি কয়েকটি গাছ সম্বন্ধে জানাবো আমরা। তাহলে দেরি না করে আসুন জেনে নিন।

আরোও পড়ুন >> ৭.৭৫ শতাংশ সুদ! ফিক্সড ডিপোজিটে চড়া সুদ দিচ্ছে ICICI ব্যাঙ্ক, মিস করলে পস্তাবেন

১. তুলসী গাছ –

ঔষধি গুন সম্পন্ন তুলসী গাছ মশারা একেবারেই পছন্দ করেনা। তাই বাড়িতে বেশি করে তুলসী গাছ লাগালে মশার উপদ্রব থেকে রেহাই পাওয়া সম্ভব।

২. পুদিনা গাছ – 

পুদিনার গন্ধ মশাদের যম। পুদিনার ঘ্রাণে রয়েছে মশা তাড়ানোর ক্ষমতা। শুধু তাই নয় পুদিনা পাতা থেকে বেরোনো গন্ধ অন্যান্য পোকামাকড়ও তাড়িয়ে দেয়।

৩. ল্যাভেন্ডার –

মশা তাড়াতে ল্যাভেন্ডার তেল বিশেষভাবে উপযোগী। মশা তাড়ানোর জন্য বাজারজাতীয় দ্রব্যে ল্যাভেন্ডার তেল ব্যবহার করা হয়। মশারা ল্যাভেন্ডারের গন্ধ একেবারেই পছন্দ করে না। তাই বাড়িকে মশার উপদ্রব থেকে দূরে রাখতে বাড়িতে ল্যাভেন্ডার গাছ লাগাতে পারেন।

৪. লেমন গ্রাস –

লেমন গ্রাস হল এমন একটি উদ্ভিদ যার মধ্যে রয়েছে একাধিক ঔষধি গুন। লেমন গ্রাস স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী। শুধু তাই নয়, লেমন গ্রাস মশা তাড়ানোর ক্ষেত্রে মোক্ষম একটি উপায়। তাই আপনি যদি বাড়িতে লেমন গ্রাস লাগান সেক্ষেত্রে আপনার বাড়ি মশার উপদ্রব থেকে মুক্ত থাকবে।

আরোও পড়ুন >> জুলাই মাসে এতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, ছুটির পুরো লিস্ট দেখে নিন

৫. গাঁদা ফুল গাছ – 

গাঁদা ফুল খুবই পরিচিত একটি ফুল। গাঁদা ফুল ছাড়া পুজো বা অনুষ্ঠান একেবারেই অসম্ভব প্রায়। এই ফুল গাছ বাড়ির শোভা বৃদ্ধি করে। তবে অনেকেই হয়তো জানেন না গাঁদা ফুল মশার উপদ্রব কমাতেও সাহায্য করে। এই গাছের ফুল এবং পাতা একটু নির্দিষ্ট সুগন্ধ তৈরি করে যা মশার জন্য খুবই ক্ষতিকর। মশারা এই গন্ধ একেবারে সহ্য করতে পারে না। তাই আপনি যদি বাড়িতে গাঁদা ফুলের গাছ লাগিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বাড়িকে মশার উপদ্রবের হাত থেকে রক্ষা করতে পারবেন।

About Author
Debapriya Sarkar

দেবপ্রিয়া বিগত বেশ কিছু বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় তার হ...