Flipkart Job Recruitment 2024 : চাকরিপ্রার্থীদের জন্য এবার দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে ফ্লিপকার্ট (flipkart)। আমাজনের পর এবং Work From Home এর সুযোগ দিচ্ছে flipkart সংস্থাটি। সম্প্রতি এই সংস্থার পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে ফ্লিপকার্টের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি ঘরে বসে অবসর সময় চাকরি করে মোটা টাকা করতে চান তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য একেবারে উপযুক্ত। আসুন জেনে নিন ফ্লিপকার্টের এই Work From Home সম্বন্ধে কিছু বিস্তারিত তথ্য। কোন কোন পদে নিয়োগ করা হবে? নিয়োগ পদ্ধতি কি থাকবে? কত টাকা বেতন দেওয়া হবে? শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? এই সমস্ত তথ্য জানাবো আজকে আমরা আমাদের এই প্রতিবেদনে। তাহলে দেরি না করে আসুন জেনে নিই সমস্ত তথ্য বিস্তারিতভাবে।
আরোও পড়ুন » প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পে, দেরি না করে আজই আবেদন করুন
• কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
১. Customer Support
২. Voice Process
৩. Assistant Manager- Controllership
৪. Application Engineer – II
৫. Assistant Manager – Central
৬. Software Development Engineer II
৭. Application Engineer – II
৮. Associate Director
৯. Senior Technical Program Manager
১০. Software Development Engineer II
১১. Associate DirectorSenior
১২. Senior Manager- GL Accounting
১৩. Assistant Manager-GL Accounting
১৪. Manager – Business Development
১৫. People Operations Partner
১৬. Software Development
১৭. Engineer II – Mobile
১৮. Manager Loyalty
১৯. Associate Technical Lead
২০. Manager-Ethics & Compliance
২১. Business Analyst
২২. Senior Manager I – Digital Media
২৩. Manager – Partner Operations
২৪. Senior Manager II – Digital Media
২৫. Assistant Manager- Privacy Compliance
২৬. Senior Network Engineer
২৭. Manager-Flipkart
২৮. Ventures, Investing
২৯. Assistant Manager
৩০. Lead – Asset Protection
৩১. TL – Audit
৩২. Legal Counsel – II
৩৩. Associate
৩৪. Associate Director-Marketing(FCC)
৩৫. Senior Executive – Central
৩৬. Lead – Asset Protection
৩৭. Lead – Central
৩৮. Manager – Control Tower
৩৯. Manager
৪০. Legal Counsel – II
৪১. Team Lead – Business Development
৪২. Trainer
• বয়সসীমা –
উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৮ বছরের মধ্যে হতে হবে।
• নিয়োগ পদ্ধতি –
এখানে চাকরির জন্য প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই ও নিয়োগ করা হবে।
• শিক্ষাগত যোগ্যতা –
যে সকল প্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে।
আরোও পড়ুন » এবার খরচ হবে আরও বেশি টাকা, এই দুটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল জিও
• বেতন –
নিয়োগকৃত প্রার্থীদের এখানে মাসিক ৩৮ হাজার টাকা থেকে বেতন প্রদান করা হবে।
• আবেদন প্রক্রিয়া –
এখানে আবেদন করার জন্য সবার প্রথম flipkart এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে না এরপর সেখান থেকে নিজের ইচ্ছে মতো জব পোস্ট বেছে নিতে হবে। সেই অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে। এজন্য আবেদনপত্রে থাকা উল্লেখিত নথি স্ক্যান করে জমা দিলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে (Flipkart Job Recruitment 2024)।