Job Recruitment 2024: সকল চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। জুন মাস পড়তে শুরু হয়েছে একাধিক চাকরির ফর্ম ফিলাপ। তাই কি চাকরি করবেন, কোথায়, কিভাবে আবেদন করবেন, সেই ব্যাপারে যদি এখন সিদ্ধান্ত নিয়ে থাকতে না পারেন, তবে আমাদের এই প্রতিবেদন আপনাকে সাহায্য করবে সঠিক সিদ্ধান্ত নিতে। তাই দেরি না করে চোখ রাখুন সম্পূর্ণ প্রতিবেদনে।
জুন মাস পরতেই শুরু হয়েছে একাধিক চাকরির ফর্ম ফিলাপ। মাধ্যমিক পাশ থেকে শুরু করে স্নাতক ডিগ্রী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতায় রয়েছে একাধিক চাকরি। কিন্তু কোন চাকরির জন্য কি যোগ্যতা প্রয়োজন, তা কি জানেন? চাকরি সম্বন্ধিত সকল তথ্যই আজকে আমরা জানাবো এই প্রতিবেদনে। শুধু তাই নয়; এর সঙ্গে কিভাবে আবেদন করবেন , বয়স কি প্রয়োজন, বেতন কত দেওয়া হবে, এই সবকিছু জানতে পারবেন এই প্রতিবেদনে। আসুন জেনে নিন সমস্ত তথ্য বিস্তারিতভাবে।
আরোও পড়ুনঃ টাকা দিয়ে কেনার দিন শেষ! এবার ফ্রিতে ইন্টারনেট পরিষেবা দেবে কেন্দ্র সরকার, আজই আবেদন করুন এইভাবে
যে চাকরি গুলোর ফর্ম ফিলাপ চলছে :-
১: নবোদয় বিদ্যালয় সমিতি স্কুলে সম্প্রতি নতুন নিয়োগ শুরু হয়েছে। অফিসিয়াল নোটিশ অনুযায়ী জানা গিয়েছে ৭৫০+টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এখানে।
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ।
• বয়স সীমা :- ৫০ বছরের নিচে
• বেতন :- পদ অনুযায়ী।
• আবেদনের শেষ তারিখ :- ১০ই জুন ২০২৪
২: BECIL দপ্তরে নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। নোটিস অনুযায়ী জানা গিয়েছে, মোট ৪০৩ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ।
• বয়স সীমা :- ১৮ থেকে ৪০ বছর।
• বেতন :- পদ অনুযায়ী।
• আবেদনের শেষ তারিখ :- ১২ই জুন ২০২৪
৩: SPMP দপ্তরে জুনিয়র মেরিন ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে।
• শিক্ষাগত যোগ্যতা :- পদ অনুযায়ী।
• বয়স সীমা :- ১৮ থেকে ৫০ বছর
• বেতন :- ৪৬ হাজার ৫০০ টাকা।
• আবেদনের শেষ তারিখ :- ২০ই জুন ২০২৪
৪: রাজ্যে গ্রুপ ডি ও ক্লার্ক-এর বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে।
• শিক্ষাগত যোগ্যতা :- ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ।
• বয়স সীমা :- ১৮ থেকে ৪০ বছর
• বেতন :- ১৭ হাজার থেকে ৭৪ হাজার ৫০০ টাকা।
• আবেদনের শেষ তারিখ :- ২৪ই জুন ২০২৪
আরোও পড়ুনঃ কোটি কোটি গ্রাহকদের সমস্যায় ফেলতে পারে HDFC ব্যাঙ্কের নতুন নিয়ম, এখই পড়ুন
৫: LIC অফিসে ৫০০ পদে নতুন করে কর্মী নিয়োগ শুরু হয়েছে।
• শিক্ষাগত যোগ্যতা :- ন্যূনতম নবম শ্রেণী পাশ।
• বয়স সীমা :- ৩০ বছরের মধ্যে।
• বেতন :- ৭ হাজার থেকে ২৫ হাজার।
• আবেদনের শেষ তারিখ :- ৩১শে মে ২০২৪
৬: পশুপালন দপ্তরে ৫২৫০ টি শূন্যপলে কর্মী নিয়োগ পদ্ধতি শুরু হয়েছে
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ।
• বয়স সীমা :- ১৮ থেকে ৪০ বছর
• বেতন :- পদ অনুযায়ী।
• আবেদনের শেষ তারিখ :- ২রা জুন ২০২৪
বিঃদ্রঃ বিভিন্ন সরকারি মাধ্যম ও ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমাদের এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা যে কোনো চাকরিতে আবেদন করার পূর্বে তার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে বুঝে তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।