Lok Sabha Election 2024: ধারে কাছেও নেই বাম-কংগ্রেস, ভোট প্রচারে এতবার হেলিকপ্টার ব্যবহার করেছে বিজেপি-তৃণমূল, সংখ্যাটা জানলে চমকে যাবেন

চলতি লোকসভা ভোটের শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ ১লা জুন। এতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলি নিজের দলের জন্য প্রচার করেছে বিভিন্নভাবে। কেউ পায়ে হেঁটে, কেউ হুট খোলা গাড়িতে, আবার…

Published By: Debapriya Sarkar | Published On:

চলতি লোকসভা ভোটের শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ ১লা জুন। এতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলি নিজের দলের জন্য প্রচার করেছে বিভিন্নভাবে। কেউ পায়ে হেঁটে, কেউ হুট খোলা গাড়িতে, আবার কেউ হেলিকাপ্টারে। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর এবারের প্রচারে সবথেকে বেশি ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার। আর এই হেলিকপ্টার সবথেকে বেশি ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। বোটা নির্বাচনের জন্য বাংলা বিভিন্ন প্রান্তে সব থেকে বেশি প্রচার করেছে তৃণমূল। আর এই প্রচারের জন্য ৫২১ বার হেলিকপ্টার ব্যবহার করেছে এই দলটি।

অন্যদিকে রাজ্যে মোট ১২৮ টি কর্মসূচিতে হেলিকপ্টার ব্যবহার করেছে বিজেপি। নির্বাচন কমিশন তথ্য সূত্রের খবর, তৃণমূল ৭৭৬ বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়েছিল। কিন্তু এই দলকে ৫২১ বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বিজেপি ১৮৩ বার হেলিকপ্টার ব্যবহার করেছে তার দলের প্রচারের জন্য। কংগ্রেস ব্যবহার করেছে ২ বার। বামেরা প্রচারের জন্য একবারও হেলিকপ্টার ব্যবহার করেনি। অন্যান্য দলের তুলনায় তৃণমূলের হেলিকপ্টার ব্যবহারের এই পরিমাণ কয়েক গুণ বেশি।

বৃহস্পতিবার রাজ্যে শেষ দফার ভোটের প্রচার সম্পন্ন হয়েছে। ভোট প্রচারে দেশের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে বাংলা। গোটা রাজ্যজুড়ে প্রায় ১ লক্ষ সভা ও মিছিল সহ নানা কর্মসূচি করেছে বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আর কোন রাজ্যে ভোটের জন্য এত সভা ও মিছিল হয়নি।

বাংলায় কর্মসূচি করতে চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তরফ থেকে মোট ১ লক্ষ ১৯ হাজার ২৭৬ আবেদন জমা পড়ে। এগুলোর মধ্যে থেকে ৯৫ হাজার আবেদনের অনুমতি দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি প্রচার হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে ১০,৬৮৮টি কর্মসূচি হয়েছে। সর্বাধিক ভোট প্রচারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

কোন কোম্পানির হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে ভোট প্রচারে?

নবভারত টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, পবন হংস কোম্পানির হেলিকপ্টার সবচেয়ে বেশি বুক করা হয়েছে। মোট ২০ টি হেলিকপ্টার করা হয়েছে ভোট প্রচারের জন্য। যদিও এগুলোর বেশিরভাগটাই বুক করেছে বিজেপি। তবে এই হেলিকপ্টার ব্যবহারের জন্য কত টাকা খরচ হয়েছে সে ব্যাপারে কিছু স্পষ্ট জানা যায়নি

About Author
Debapriya Sarkar

দেবপ্রিয়া বিগত বেশ কিছু বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় তার হ...