WB Medhashree Scheme : রাজ্যের সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে সূচনা করা হয়েছে কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো প্রকল্পগুলি। এই প্রকল্পগুলি মাধ্যমে রাজ্যের পড়ুয়ারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এবার সংরক্ষিত এবং ওবিসি শ্রেণীর পড়ুয়ারদের জন্য এক নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্প নিয়ে বিস্তারিত তথ্য জানাতেই আজকের আমাদের এই প্রতিবেদন।
রাজ্যে পিছিয়ে পড়া শ্রেণী ও গরিব মেধাবী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার চলতি বছরে ‘মেধাশ্রী‘ প্রকল্পের সূচনা করে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান, যাতে অর্থের অভাবে ছাড়াই তারা তাদের পড়াশুনা চালিয়ে যেতে পারে। এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করতে হবে? এই সমস্ত তথ্য আমরা বিস্তারিত ভাবে জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে।
আরোও পড়ুনঃ আবার কী হতে চলেছে নোট বন্দী? ২০০০ এর পর এবার ৫০০’র নোট নিয়ে নতুন আপডেট দিল RBI
‘মেধাশ্রী’ প্রকল্পে আবেদনের নিয়ম –
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. পঞ্চম থেকে নবম শ্রেণিতে পঠরত হতে হবে।
৩. অর্থ নৈতিক দিক থেকে দুর্বল OBC অথবা ST/SC সম্প্রদায়ের হতে হবে।
৪. আবেদনকারীর শিক্ষার্থীর পারিবারিক আয় বার্ষিক ২.৫ লক্ষ টাকা বা তার কম হতে হবে।
৫. কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনোও স্কলারশিপের অনুদান পেলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না।
‘মেধাশ্রী’ প্রকল্পে যে সুযোগ-সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল –
১. পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া হবে।
২. সুবিধাবঞ্চিত ও সংখ্যালঘু গোষ্ঠীর শিক্ষার্থীরাই শুধুমাত্র এই প্রকল্পে টাকা পাবে।
৩. প্রকল্পে নির্বাচিত শিক্ষার্থীদের এখানে প্রতিবছর ৮০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
‘মেধাশ্রী’ প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি –
১. OBC Certificate
২. শিক্ষার্থীর পরিবারের ইনকাম সার্টিফিকেট
৩. আধার কার্ড
৪. বৈধ মোবাইল নাম্বার
৫. আবেদনকারী প্রার্থীর ব্যাঙ্ক ডিটেইলস
‘মেধাশ্রী’ প্রকল্পে আবেদনের পদ্ধতি –
১. আবেদন করার জন্য প্রার্থীকে সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ও অর্থ কর্পোরেশনের মেধাশ্রী ওয়েবসাইট https://www.wbmdfc.org/ এ login করতে হবে।
২. এরপরে হোমপেজে মেধাশ্রী স্কলারশিপ ফর্মের পিডিএফ প্রকাশিত হবে আপনার সামনে।
৩. এখানে আপনাকে Students Area ট্যাবে ক্লিক করে Registration অপশনে ক্লিক করতে হবে।
৪. এবার এই পেজে আপনাকে আপনার জেলা নির্বাচন করে নিতে হবে।
৫. এরপর রেজিস্ট্রেশন পেজে উল্লেখিত তথ্যগুলি আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং আবেদনকারী প্রার্থীর ব্যাঙ্ক ডিটেলসও দিতে হবে নির্ভুলভাবে।
৬. সমস্ত তথ্য পূরণ হওয়ার পর একবার ভালোভাবে যাচাই করে Submit অপশনটিতে ক্লিক করে আবেদন পত্রটি জমা দিতে হবে।
আরোও পড়ুনঃ SBI, ICICI, HDFC কোন ব্যাঙ্কের RD-তে সুদের পরিমাণ সবথেকে বেশি? এখনই দেখে বেছে নিন আপনার জন্য সেরা ব্যাঙ্কটি
আবেদন পত্র গ্রহণ হওয়ার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ চলে আসবে। এরপর সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর মেধাশ্রী প্রকল্পের টাকা সময়মতো ঢুকে যাবে।