Hero Xtreme 125R : ভারতে 125cc স্পোর্টস বাইকগুলোর মধ্যে জনপ্রিয় হল Hero Xtreme 125R। এই বাইকটি প্রতি ঘন্টায় গতিবেগ 100 কিলোমিটার। এছাড়া এই বাইকের দুর্দান্ত ডিজাইন, জবরদস্ত ইঞ্জিন বাইকপ্রেমীদের মন জয় করে নিয়েছে। এই বাইকের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। আপনিও যদি এই বাইক কেনার কথা ভাবেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য।
Hero Xtreme 125 R-এর গতিবেগ: এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার-এর কাছাকাছি। এই বাইকে একটি 5 স্পিড গিয়ারবক্স রয়েছে। এই বাইকের ইঞ্জিনটি সর্বোচ্চ 8000 rpm এ 11.38bhp হর্স পাওয়ার এবং 7000 rpm এ 10.5Nm সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে।
আরো পড়ুন: বলুন তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ও ছোট জেলার নাম কি? ডাহা ফেল বেশিরভাগ বাঙালি
মাইলেজ: এই বাইকের মাইলেজ হলো 66kmpl। তবে এই বাইকের প্রকৃত মাইলেজ নির্ভর করবে আপনি কিভাবে গাড়ি চালাচ্ছেন, রাস্তার অবস্থা কিরকম এবং ট্রাফিকের অবস্থা কি রকম সেগুলির ওপর।
দাম: এই Hero Xtreme125R এর 125R IBS ভেরিয়েন্টার দাম 96,805 টাকা থেকে শুরু। আর এর সিঙ্গেল চ্যানেল ABS এর দাম 1,02,163 টাকা।
আরো পড়ুন: ICICI: কোটি কোটি গ্রাহকদের জন্য বিরাট সুখবর দিলো ICICI ব্যাঙ্ক
এই বাইকের ডিজাইন শক্তিশালী ইঞ্জিন এবং জ্বালানি সাশ্রয় করতে পারে। যারা এই সমস্ত বৈশিষ্ট্য যুক্ত কোন বাইক খোঁজ করছেন তাদের জন্য Hero Xtream 125R একেবারেই পারফেক্ট।