Pradhanmantri Ujjwala Yojana : লোকসভা নির্বাচন প্রক্রিয়া মিটতেই রান্নার গ্যাস নিয়ে বিরাট ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে শপথ গ্রহণ করার পরেই রান্নার গ্যাস নিয়ে বিরাট ঘোষণা করলেন নরেন্দ্র মোদি। নতুন ঘোষণায় বলা হয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত এলপিজি গ্যাস সিলিন্ডার কিনলে ভর্তুকি পাবেন গ্রাহকরা। সিলিন্ডার প্রতি ৩০০ টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র সরকার।
লোকসভা নির্বাচনের আগেও এলপিজি রান্নার গ্যাসে ৩০০ টাকার ভর্তুকি পাওয়া যেত। নতুন করে আবার নরেন্দ্র মোদী কেন্দ্রের ক্ষমতায় আসার পরে এই সুবিধা একইভাবে জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। তবে এই ভর্তুকির ক্ষেত্রে নির্দিষ্ট সীমা ধার্য করা আছে। প্রতিটি গ্রাহক বছরে ১২টি সিলিন্ডারের জন্য ভর্তুকি পাবেন। কেন্দ্র সরকারের এই উদ্যোগ যুক্ত রয়েছে কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্পের অধীনে।
আরোও পড়ুনঃ উপরে উঠছে শেয়ার মার্কেট, এরই মাঝে গ্রাহকদের জন্য সুখবর দিল স্টেট ব্যাঙ্ক
সূত্র মারফত জানা গিয়েছে দেশের ৯ কোটি মানুষ কেন্দ্র সরকারের এই উজ্জ্বলা প্রকল্পের অধীনে যুক্ত রয়েছেন। অর্থাৎ এই ৯ কোটি মানুষ রান্নার গ্যাসের ভর্তুকি পেয়ে থাকেন। আপনি যদি কেন্দ্র সরকারের এই সুবিধা অর্থাৎ রান্নার গ্যাসের ভর্তুকি পেতে চান তাহলে আপনাকেও উজ্জ্বলা প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করাতে হবে।
এর আগে কেন্দ্র সরকার উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি দিত। কিন্তু গতবছর মার্চ মাস থেকে দরিদ্র গ্রাহকদের কথা মাথায় রেখে উজ্জ্বলা প্রকল্পের অধীনে সিলিন্ডার প্রতি ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়ার বিষয়টি ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। আগামী বছরের ৩১ শে মার্চ পর্যন্ত মোট ১২ টি সিলিন্ডারে এই ভর্তুকি পাবেন উজ্জ্বলা প্রকল্পের অধীনে থাকা গ্রাহকরা। ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তবে প্রথমে গ্রাহকদের বাজার মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে হবে। তারপরেই ভর্তুকির টাকা দেবে সরকার।
বর্তমান বাজারে LPG গ্যাস সিলিন্ডারের মূল্য –
১. দিল্লিতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ₹ ৮০৩ টাকা ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ ১৬৭৬ টাকা।
২. কলকাতায় ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ₹ ৮২৯ টাকা ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ ১৭৮৭ টাকা।
৩. মুম্বাইয়ে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ₹ ৮০২ টাকা ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ ১৬২৯ টাকা।
৪. চেন্নাইয়ে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ₹ 818.00 ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ 184.50।
৫. গুরগাঁওতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ₹ ৮১১.৫০ টাকা ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ ১৬৮৪.৫০ টাকা।
৬. নয়ডাতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ₹ ৮০০.৫০ টাকা ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ ১৬৬৭ টাকা।
৭. ব্যাঙ্গালোরে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ₹ ৮০৫.৫০ টাকা ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ ১৭৫৫ টাকা।
৮. ভুবনেশ্বরে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ₹ ৮২৯ টাকা ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ ১৮২৪.৫০ টাকা।
৯. চণ্ডীগড়-এ গ্যাস সিলিন্ডারের দাম ₹ ৮১২.৫০ টাকা ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ ১৬৯৭ টাকা।
১০. হায়দ্রাবাদে গ্যাস সিলিন্ডারের দাম ₹ ৮৫৫ টাকা ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ ১৯০৩.৫০ টাকা।
আরোও পড়ুনঃ আর মাত্র ১২ দিন সময়, এই কাজ না করলেই PNB-র অ্যাকাউন্ট বন্ধ! গ্রাহকদের জন্য বিরাট খবর
১১. জয়পুরে গ্যাস সিলিন্ডারের দাম ₹ ৮০৬ টাকা ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ ১৬৯৮.৫০ টাকা।
১২. লখনউতে গ্যাস সিলিন্ডারের দাম ₹ ৮৪০.৫০ টাকা ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ ১৭৮৯ টাকা।
১৩. পাটনাতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ₹ ৮৯২.৫০ টাকা ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ ১৯৩২ টাকা।
১৪. ত্রিভান্দ্রমে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ₹ ৮১২ টাকা ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ ১৭০৬.৫০ টাকা ।