Aikyashree Scholarship : রাজ্যের মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন। এদিক থেকে বাদ যায়নি রাজ্যের শিক্ষার্থীরাও। শিক্ষার্থীদের জন্যও রয়েছে মমতা সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প। অর্থের অভাবে কারোর পড়াশোনা যাতে থেমে না যায় তার জন্য প্রকল্পগুলির সূচনা করা হয়েছে। এমনই একটি প্রকল্প হল ‘ঐক্যশ্রী বৃত্তি’ (Aikyashree Scholarship)। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই বৃত্তির আওতায় উপকৃত হবে। ঐক্যশ্রী বৃত্তির আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আসুন জেনে নিন কারা কিভাবে আবেদন করবেন ও আবেদনের শেষ তারিখ।
আরোও পড়ুন » টানা ৫ দিন ছুটি আগস্ট মাসে, জানুন কারা কারা পাবেন এই ছুটি
• কারা ঐক্যশ্রী বৃত্তির জন্য আবেদন করতে পারবেন?
ঐক্যশ্রী বৃত্তির জন্য আবেদন করতে হলে ছাত্র-ছাত্রীদের বিশেষ কিছু যোগ্যতা থাকা প্রয়োজন। নিম্নে যোগ্যতার তালিকা উল্লেখ করে দেওয়া হলো।
১. ঐক্যশ্রী বৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীদের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
২. পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
৩. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও সংখ্যালঘু সম্প্রদায়ের হতে হবে।
৪. আবেদনকারী শিক্ষার্থীকে সরকার অনুমোদিত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অধ্যায়নরত হতে হবে।
• ঐক্যশ্রী বৃত্তির জন্য কিভাবে আবেদন করবেন ?
ঐক্যশ্রী বৃত্তির আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ। নিম্নে আবেদন প্রক্রিয়াটি বিস্তারিত দিয়ে দেওয়া হল।
১. ঐক্যশ্রী বৃত্তির জন্য আবেদন করার ক্ষেত্রে প্রথমে সরকারি ওয়েবসাইট wbmdfcscholarship.in এ প্রবেশ করতে হবে।
২. এবার আধার কার্ড ও প্যান কার্ড দিয়ে শিক্ষার্থীকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
৩. এবার একটি আবেদন ফরম খুলে যাবে। সেখানে প্রয়োজনীয় নথি যেমন, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পরিবারের আয়ের প্রমাণপত্র, পূর্ববর্তী বছরের মার্কশিট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য প্রদান করতে হবে।
সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।
• ঐক্যশ্রী বৃত্তিতে আবেদনের শেষ তারিখ :
গত ২০ই জুলাই ২০২৪ থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে। আগামী ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চালু থাকবে।
আরোও পড়ুন » এবার মহিলাদের ৫০,০০০/- টাকা করে দেবে কেন্দ্র সরকার! কারা কিভাবে পাবেন?
• ঐক্যশ্রী বৃত্তির নির্বাচন প্রক্রিয়া :
এখানে প্রার্থীদের নির্বাচন করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং আর্থিক প্রয়োজনীয়তার ভিত্তিতে। যে সকল প্রার্থীরা যোগ্য নির্বাচিত হবে, তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।