Jayishtha Purnima : সনাতন ধর্মে জৈষ্ঠ মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তিথি অনুযায়ী এই মাসে যে উপবাস এবং উৎসবগুলি থাকে সেগুলো সনাতন ধর্মাবলম্বী মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ম অনুযায়ী, এই জৈষ্ঠ মাসে পবন পুত্র হনুমানের পূজা করার রীতি রয়েছে। শুধু তাই নয়, জৈষ্ঠ্য মাসের অমাবস্যায় ফলহারিণী কালীপুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। সনাতন ধর্ম মতে এই বিশেষ তিথিতে গোটা ফল দিয়ে মা কালীর পুজো করলে সেই ব্যক্তি সমস্ত কাজে ফল লাভ করে থাকেন।
আরোও পড়ুনঃ এই ব্যবসায় অল্পদিনেই হবেন মালামাল, ঝড়ের গতিতে হবে ইনকাম, সামান্য পুঁজিতেই বাজিমাত
জানিয়ে রাখি জৈষ্ঠ্য মাসের শুকনো পক্ষ পূর্ণিমা চিঠি পড়েছেন আগামী ২২শে জুন। এই বিশেষ তারিখে জ্যৈষ্ঠ পূর্ণিমা উপবাস পালন করা হবে। এই পবিত্র দিনে কোন ব্যক্তি যদি গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু, লক্ষ্মী ও চন্দ্রদেবতার পূজা করেন তবে সেই ব্যক্তি বিশেষ ফল লাভ করবেন। এই বিশেষ দিনে সাধারণত দান ও পুজো করলে ভক্তরা বিশেষ উপকার পাবেন।
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন যে, পূর্ণিমা তিথি বছরের প্রতি ১২ বার আসে। প্রতিটি পূর্ণিমার নিজস্ব তাৎপর্য রয়েছে। এবছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ২১ জুন সকাল ৬টা বেজে ১ মিনিটে শুরু হবে এবং এটি ২২ জুন, ২০২৪ সকাল ৫টা বেজে ৭ মিনিটে শেষ হবে। এই বিশেষ সময় অর্থাৎ ২১ জুন জ্যেষ্ঠ পূর্ণিমার উপবাস এবং ২২ জুন শনিবার স্নান ও দান করা অত্যন্ত পূণ্যবান। তবে এর পাশাপাশি কিছু নিয়ম-কানুন মেনে চলা আবশ্যক। আসুন জেনে নিন সেই নিয়মাবলী বিস্তারিতভাবে।
জৈষ্ঠ্য মাসের পূণ্য তিথিতে যে পাঁচটি কাজ করা কখনোই উচিত নয় –
১. জৈষ্ঠ্য মাসের পূর্ণিমার তিথিতে তামসিক খাদ্য অর্থাৎ আমিষ খাওয়া কখনোই উচিত নয়
২. জৈষ্ঠ্য মাসের পূর্ণিমার দিনগুলিতে চুল ও নখ কাটা এড়িয়ে চলা উচিত।
৩. পূর্ণিমার দিনগুলোতে স্ত্রীর সঙ্গে কখনোই অযথা তর্ক করা উচিত নয়।
৪. পূর্ণিমার দিনগুলোতে জুয়া এবং বাজি খেলা সর্বদা এগিয়ে চলা উচিত।
৫. পূর্ণিমা পবিত্র দিনে কখনোই বাবা-মা কিংবা বয়সে বড়দের অপমান করা উচিত নয়।
আরোও পড়ুনঃ এবার তিন কোটি বাড়ি তৈরি করে দেবে কেন্দ্র সরকার, এই কাগজ থাকলেই আবেদন করুন
জৈষ্ঠ্য মাসের পূণ্য তিথিতে যে কাজ করা আবশ্যক –
জৈষ্ঠ্য মাসের পূর্ণিমার দিনগুলিতে বিশেষ তিনটি মন্ত্র ভক্তদের জব করা উচিত। মন্ত্র তিনটি হল-
১. চন্দ্র দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য মন্ত্র – গগনার্ণবমাণিক্য চন্দ্র দক্ষিণীপতে গ্রহনার্গ্যম ময়া দত্তম গণেশপ্রতিরূপক।
২. শ্রী হরি পঞ্চরূপা মন্ত্র – ওম হ্রীম কার্তবীর্যার্জুনো নামো রাজা বহু সহস্ত্রাবন। যস্য স্মরণেণ মাত্রেন হরত নাস্তম চ লভ্যতে।
৩. ভগবান বিষ্ণু গায়ত্রী মন্ত্র – ওম নারায়ণায় বিদ্মহে। বাসুদেবায় ধীমহি। তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ।