এবার তিন কোটি বাড়ি তৈরি করে দেবে কেন্দ্র সরকার, এই কাগজ থাকলেই আবেদন করুন

Pradhan Mantri Awas Yojana 2024 : সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্র ইতিমধ্যে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। এর মধ্যে জনপ্রিয় একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY. এই আবাস যোজনা কর্মসূচি…

Published By: Debapriya Sarkar | Published On:

Pradhan Mantri Awas Yojana 2024 : সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্র ইতিমধ্যে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। এর মধ্যে জনপ্রিয় একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY. এই আবাস যোজনা কর্মসূচি অনুযায়ী ২০১৫ সাল থেকে বাড়িহীন পরিবারদের বাড়ি বানিয়ে দিচ্ছে মোদি সরকার। ‌বর্তমানে দেশে শহর ও গ্রামীণ দুই ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু রয়েছে।‌ লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর সম্প্রতি নরেন্দ্র মোদী আবাস যোজনা সম্পর্কে বড় ঘোষণা করেছেন।

আরোও পড়ুনঃ লিখিত পরীক্ষা ছাড়াই প্রচুর কর্মী নিয়োগ করছে SBI, বেতন স্টার্ট ৪৮,১৭০/- টাকা থেক

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা –

সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনা অধীনে ৩ কোটি বাড়ি তৈরি করার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, এর মধ্যে ২ কোটি বাড়ি গ্রামীন এলাকা এবং ১ কোটি শহরে তৈরি করা হবে।

আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতে চান তাহলে আজই অনলাইনে আবেদন করুন। তবে যে কেউ চাইলেই এই যোজনায় বাড়ি পাবেন তেমনটা নয়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়ার কিছু নিয়ম ও যোগ্যতা থাকা আবশ্যক। আসুন দেখে নিই কারা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি পেতে পারবেন এবং এই যোজনার আবেদন পদ্ধতি।

কারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাবেন ?

১. আবেদনকারের বয়স ১৮ বছরের বেশি হতে হবে।

২. প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়ার জন্য আবেদনকারীর ভারতীয় নাগরিক হওয়া আবশ্যক।

৩. আবেদনকারী বার্ষিক আর এক লক্ষ টাকার কম হতে হবে।

৪. আবেদনকারীর যদি আগে থেকে পাকা বাড়ি থাকে তাহলে সেই ব্যক্তি এই স্কিমে আবেদন করতে পারবে না।

৫. আবেদনকারী ব্যক্তি বা তার পরিবারের কেউ যদি সরকারি চাকরি করেন তাহলে সেই ব্যক্তি এই যোজনায় আবেদন করতে পারবে না।

৬. জমি আছে, বাড়ি করতে চান; এই ধরনের ব্যক্তিদেরই মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনায় আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় কি সুবিধা দেওয়া হয় –

প্রধানমন্ত্রী আবাস যোজনায় মূলত কম সুদে গৃহঋণ দিয়ে থাকে ব্যাঙ্ক। গ্রাহকদের কুড়ি বছরের মধ্যে সেই ঋণ পরিশোধ করতে হয়। আর এই গৃহঋণের ভর্তুকি প্রদান করে কেন্দ্র। বাড়ির আকার এবং আবেদনকারী ব্যক্তির আয় দেখে কত টাকা ভর্তুকি দেওয়া হবে তা নির্ধারণ করা হয়।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন পদ্ধতি –

১. প্রথমে PMAY ওয়েবসাইট pmayis.gov.in- এ লগইন করতে হবে।

২. এর পরে Citizen Assesment বিকল্পটি নির্বাচন করে তারপরে For Slum Dwellers বা Benefit under other 3 অপশনে ক্লিক করতে হবে।

৩. এখন আপনার সামনে একটি আবেদন ফর্ম খুলে যাবে। এই ফর্মে উল্লেখিত সমস্ত তথ্য আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে।

৪. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর ভালো করে যাচাই করে তারপরে ক্যাপচা কোড সঠিকভাবে লিখে Save অপশনে ক্লিক করলে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে।

আরোও পড়ুনঃ বাংলায় চোখ রাঙাচ্ছে ভয়ানক বার্ড ফ্লু! মাছ-মাংস-ডিম খাওয়া কি নিরাপদ? দেখুন কি বলছেন স্বাস্থ্য সচিব

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথি –

১. পরিচয়ের প্রমাণ পত্র (প্যান কার্ড/আধার কার্ড/ভোটার আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্সের আসল এবং ফটোকপি)

২. আবেদনকারী যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয় তবে কাস্ট সার্টিফিকেট।

৩. জাতীয়তার প্রমাণপত্র। এক্ষেত্রে পাসপোর্ট গ্রহণযোগ্য।

৪. আয়ের সার্টিফিকেট।

৫. বেতন স্লিপ

৬. প্রপারটি ভ্যালুয়েশন সার্টিফিকেট

৭. ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট ডিটেলস

৮. আবেদনকারীর কোন পাকা বাড়ি নেই তার প্রমাণ পত্র।

About Author
Debapriya Sarkar

দেবপ্রিয়া বিগত বেশ কিছু বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় তার হ...