Bank Holiday On July 2024 : সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) পক্ষ থেকে জুলাই মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। লিস্ট অনুযায়ী জানা গিয়েছে, জুলাই মাসে প্রায় ১২ দিন বন্ধ থাকবে সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি। এই ছুটির তালিকার মধ্যে জাতীয় ছুটি, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক ছুটি, দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে৷ কোন দিন কি কারনে ব্যাংক বন্ধ থাকবে তা এই প্রতিবেদনে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হল। আপনার যদি এই মাসে ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কোনো কাজ থেকে থাকে তবে অবশ্যই ছুটির তালিকা চেক করে নিন আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে।
আরোও পড়ুন >> কারচুপির দিন শেষ, জুনেই রেশনের নিয়মে বড়সড় পরিবর্তন! না জানলে পড়বেন ফ্যাসাদে
• কোন রাজ্যে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে ?
১. ৩রা জুলাই – BehDienkhlam এর জন্য শিলঙে ও মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ।
২. ৬ই জুলাই – MHIP ডে উপলক্ষ্যে আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩. ৭ জুলাই – রবিবার সাপ্তাহিক ছুটি।
৪. ৮ জুলাই – ইম্ফলে ব্যাঙ্কের ছুটি।
৫. ৯ জুলাই – Drukpa Tshe-zi এর জেরে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬. ১৩ জুলাই – দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক ছুটি।
৭. ১৪ জুলাই – রবিবার সাপ্তাহিক ছুটি।
৮. ১৬ জুলাই – দেরাদুনে ব্যাঙ্ক ছুটি।
৯. ১৭ জুলাই – মহরমের জেরে একাধিক রাজ্যে ব্যাঙ্ক ছুটি।
১০. ২১ জুলাই – রবিবার সাপ্তাহিক ছুটি।
১১. ২৭ জুলাই – চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক ছুটি।
১২. ২৮ জুলাই – রবিবার সাপ্তাহিক ছুটি।
আরোও পড়ুন >> ক্রেডিট কার্ডের নিয়মে আসছে বড়সড় বদল! কড়া পদক্ষেপ নিল RBI
ডিজিটাল মাধ্যমে উন্নত হওয়ার পর থেকে যদিও এখন ঘরে বসে ব্যাঙ্কের বেশিরভাগ কাজ করা সম্ভব। তাই আপনাদের যদি এই দিনগুলোতে টাকা লেনদেন সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে তবে আপনারা অনলাইনে বিভিন্ন মানি ট্রান্সফার অ্যাপগুলি অর্থাৎ UPI সিস্টেমের মাধ্যমে টাকা লেনদেনের কাজগুলো করতে পারবেন। উল্লেখিত ছুটির দিনগুলোতে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এর প্রভাব কোনভাবেই অনলাইন ব্যাঙ্কিং এর উপর পড়বে না।