Ladies Special Bus : মহিলাদের সুরক্ষা ও সুবিধার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক প্রকল্প চালু করেছে। এই প্রকল্প গুলোর মাধ্যমে রাজ্যের মহিলারা একাধিক সুবিধা ভোগ করে থাকেন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে একাধিক সামাজিক প্রকল্পের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের মহিলাদের যাতায়াত ব্যবস্থা মসৃণ করতে নতুন পদক্ষেপ গ্রহণ করলেন তিনি। একসময় রেলমন্ত্রী থাকাকালীন লেডিস স্পেশাল ট্রেন চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ধাঁচেই আরেক পা বাড়ালেন তিনি।
আরোও পড়ুন >> এবার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ১০ হাজার, গোটা রাজ্য জুড়ে সারা ফেলেছে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের যাতায়াত ব্যবস্থা সুরক্ষিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন এবার রাজ্যে চালু হবে, ‘লেডিস স্পেশাল বাস’। শুধুমাত্র চাকরিজীবী মহিলারা এই বাসের সুবিধা পাবেন। আগামীকাল অর্থাৎ ২৫ শে জুন ২০২৪ মঙ্গলবার হাওড়া থেকে এই ‘লেডিস স্পেশাল বাস’ উদ্বোধন করবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। প্রচুর মহিলা কে দ্রুত অফিস কিংবা স্কুল কলেজ পৌঁছাতে হয়। তাদের কথা মাথায় রেখে মূলত রাজ্য সরকারের এই নতুন উদ্যোগ। আপাতত হাওড়া থেকে এই বাস যাবে বালিগঞ্জ অবধি। পরবর্তীতে এই বাসের রুট আরো বাড়ানো হবে বলে জানিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর।
এর আগে মহিলাদের জন্য স্পেশাল মাতৃভূমি লোকাল চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা নির্বাচনে জয়ের পর মহিলাদের জন্য লেডিস স্পেশাল বাস সার্ভিসের ব্যবস্থা চালু করলো পরিবহন দপ্তর। মুখ্যমন্ত্রী নির্দেশেই এই উদ্যোগ গ্রহণ করেছে পরিবহন দপ্তর। রোজ সকাল ৯টা এবং ১০টায় ২ টি বাস ছাড়বে হাওড়া থেকে বালিগঞ্জের উদ্দেশ্যে। এই বাসের কন্ডাক্টর থাকবেন একজন মহিলা।
উল্লেখ্য, আগস্ট মাস থেকে কলকাতায় বাসের সংখ্যা কমতে পারে। কারণ ১৫ বছরের পুরনো বাস বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতায় লেডিস স্পেশাল বাস চালু হলে অন্যান্য বাসে পুরুষরা বেশি করে উঠতে পারবে। আপাতত হাওড়া থেকে বালিগঞ্জ এর উদ্দেশ্য দুটি বাস চালু হলেও এরপর শিয়ালদা রুটে এই ‘লেডিস স্পেশাল বাস’ চালু করা হবে বলে জানানো হয়েছে।
আরোও পড়ুন >> মাধ্যমিক পাশে নতুন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিচ্ছে ভারতীয় রেল, এইভাবে আবেদন করুন
অফিস টাইমে অন্যান্য বাসে মহিলাদের যাতে আর ভিড় ঠেলতে না হয় তার জন্যই এই উদ্যোগ। পরিবহন দপ্তর থেকে আরও জানানো হয়েছে যে, আপাতত এই লেডিস স্পেশাল বাসগুলি নন এসি থাকলেও আগামী দিনে এগুলোকে এসি বাস করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন উদ্যোগে বেজায় খুশি রাজ্যের মহিলারা। মমতা সরকারের এই উদ্যোগে রাজ্যের সকল মহিলা কর্মীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই নতুন উদ্যোগে তারা সুরক্ষিতভাবে কর্মস্থলে আরো তাড়াতাড়ি পৌঁছতে পারবেন।