Aadhar Card Cancel : বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের দেশের প্রত্যেক নাগরিকদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক। শুধুমাত্র পরিচয়পত্র হিসেবেই নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজে আধার কার্ড অত্যন্ত জরুরী একটি নথি। তবে লোকসভা নির্বাচনের আগে সোনা গিয়েছিল আধার কার্ড বাতিল করা হবে। এই নিয়ে নাকি সরকারি নোটিশে পৌঁছেছে। এই খবর ছড়াতেই রাজ্য রাজনীতিতে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।
আরোও পড়ুন >> মহিলাদের জন্য এবার দুর্দান্ত স্কিম চালু করলো পোস্ট অফিস ! এবার অল্প দিনেই হতে পারবেন লাখপতি
লোকসভা নির্বাচনের আগে পূর্ব-পশ্চিম বর্ধমান ও নদীয়া সহ একাধিক জেলায় বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এর ফলে রেশন সহ একাধিক অফিসিয়াল কাজ এমনকি ব্যাঙ্কের কাজেও নানান সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ নাগরিকদের। যদিও UIDAI সেই সময় একটি নোটিস জারি করে জানায় যে এইমুহুর্তে কোনও আধার নম্বর বাতিল করা হচ্ছে না। তবে কেন আধার কার্ড বাতিলের অভিযোগ ওঠে? কাদের আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়? এই সংক্রান্ত মামলা দায়ের হয় উচ্চ আদালতে। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই বিষয়ের বর্তমান অবস্থান জানিয়ে কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। গত সোমবার উচ্চ আদালতে এই হলফনামা জমা জমা দিয়েছে কেন্দ্র।
• আধার কার্ড নিষ্ক্রিয় সংক্রান্ত হলফনামায় কি জানিয়েছে কেন্দ্র ?
গত সোমবার আধার কার্ড নিষ্ক্রিয় সংক্রান্ত বিষয়টি নিয়ে উচ্চ আদালতে ৎকেন্দ্রের জমা দেওয়া হলফনামায় জানানো হয়েছে যে, যে সব বিদেশি নাগরিক ভারতে থাকার জন্য পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না, সাধারণত তাদের আধার বাতিল করা হচ্ছে। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত নথি ছাড়াই বেআইনিভাবে এই দেশে থেকে যাচ্ছেন বহু বিদেশি নাগরিক। দেশের সুরক্ষা ও আইনের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আধার ডাটাবেজ থেকে সনাক্ত করে যারা বেআইনিভাবে এই দেশে রয়েছেন তাদের দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ভুঁয়ো নথি দেখিয়ে আধার কার্ড বানিয়ে যারা দেশে থাকতে চাইছেন, তাদের খোঁজার কাজও চালাচ্ছে কেন্দ্রের গোয়েন্দা বিভাগ।
আরোও পড়ুন >> বিবাহিত-অবিবাহিত মেয়েদের শরীরে বাসা বাঁধছে জরায়ুর মারাত্মক এই রোগ! কোন কোন লক্ষণ দেখলে সাবধান হবেন? দেখে নিন
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে উল্লেখিত বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। মামলা শুনানির দিন মামলা দায়েরকারি জানান কোন নির্দিষ্ট কারুর উল্লেখ না করেই ব্যাপকভাবে আধার কার্ড বাতিল করা হচ্ছে। এই মামলা কে কেন্দ্র করে বিভিন্ন বিভ্রান্তি ছড়ায়। কি কারনে কোন রকম নোটিশ ছাড়াই আধার কার্ড বাতিল করার হয়েছে তা জানতে চান মামলা দায়েরকারি।