Indian Railways: এবার ট্রেনে উঠলে বদলে ফেলুন এই খারাপ অভ্যাস, যাত্রীদের বিশেষ বার্তা রেলের

Indian Railway Passengers Rule: ভারতীয় রেলের(Indian Railways) তরফ থেকে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এবার বিদ্যুতের অপচয় নিয়ে নড়েচড়ে বসেছে ভারতীয় রেল। রেলের তরফ থেকে বিদ্যুতের সাশ্রয়ের জন্য যাত্রীদের…

Published By: Papiya Paul | Published On:

Indian Railway Passengers Rule: ভারতীয় রেলের(Indian Railways) তরফ থেকে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এবার বিদ্যুতের অপচয় নিয়ে নড়েচড়ে বসেছে ভারতীয় রেল। রেলের তরফ থেকে বিদ্যুতের সাশ্রয়ের জন্য যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে।

এক্ষেত্রে যাত্রীদের ট্রেনের অন্তিম স্টেশনে নামলে সমস্ত লাইট, পাখা বন্ধ করে দেওয়ার অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে বিদ্যুতের অপচয় অনেকটাই কমানো হবে বলে মনে করছে রেল। অনেক ক্ষেত্রে দেখা যায় ট্রেনে কোন যাত্রী নেই, কিন্তু পাখা-আলো সমস্ত কিছুই চলছে।

Indian Railways Rules

আরো পড়ুন: Rain Forecast Weather: প্রতীক্ষার অবসান, কলকাতা সহ এই ৭ জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, আল্যার্ট জারি

শুধুমাত্র লোকাল ট্রেন নয়, দূরপাল্লার ট্রেনের ক্ষেত্র একই জিনিস লক্ষ্য করা যায়। আর তাই এবার এই বিষয়ে নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। রেলের তরফ থেকে যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে বিদ্যুতের আলোর সুইচ বন্ধ করে রাখার জন্য।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন যে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সামগ্রিক বৈদ্যুতিক শক্তির অপব্যবহার কমানো। এর সাথেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এই প্রচেষ্টার জন্য যাত্রীদের সাহায্য অত্যন্ত দরকার।

আরো পড়ুন: Jio New 5g Plans: এক ধাক্কায় অনেকটা বাড়ল রিচার্জের খরচ, Jio-র কোন প্ল্যানের দাম কত? রইল তালিকা

এক্ষেত্রে যাত্রীদের কাছে কি কি আবেদন করা হয়েছে? দেখে নেওয়া যাক।

১) দিনের বেলায় যখন আলো পর্যাপ্ত থাকবে তখন অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখার কথা বলা হয়েছে।
২) এছাড়া ট্রেনের সিটে যাত্রী না থাকলে অনেক সময় ফ্যান চলতে দেখা যায়। তাই এইসব ক্ষেত্রে পাখা বন্ধ রাখতে হবে।
৩) এছাড়া ট্রেনে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার সময় সম্পূর্ণ হয়ে গেলে চার্জার খুলে ফেলার আবেদন করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ মনে করছেন এভাবে ছোট ছোট সচেতন মূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বৈদ্যুতিক শক্তির খরচ কমানো যাবে। তেমনি পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।

About Author
Papiya Paul

সাড়ে ৪ বছরের বেশি সময় ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে যুক্ত। যে কোনো বিষয়ে কনটেন্ট লেখার দক্ষতা রয়েছে। সঠিক এবং ...