Jio New 5g Plans: এক ধাক্কায় অনেকটা বাড়ল রিচার্জের খরচ, Jio-র কোন প্ল্যানের দাম কত? রইল তালিকা

Reliance Jio New 5G Plans: ফের খরচ বাড়লো জিও-র(Jio) রিচার্জ প্ল্যানের। জুলাই থেকে গ্রাহকদের অতিরিক্ত টাকা গুনতে হবে। এছাড়া যে সমস্ত প্ল্যান দৈনিক ২ জিবি ডেটা কিংবা তার থেকে বেশি…

Published By: Papiya Paul | Published On:

Reliance Jio New 5G Plans: ফের খরচ বাড়লো জিও-র(Jio) রিচার্জ প্ল্যানের। জুলাই থেকে গ্রাহকদের অতিরিক্ত টাকা গুনতে হবে। এছাড়া যে সমস্ত প্ল্যান দৈনিক ২ জিবি ডেটা কিংবা তার থেকে বেশি ডেটার প্ল্যানগুলোর ক্ষেত্রে গ্রাহকেরা আনলিমিটেড ইন্টারনেটের পরিষেবা পাবেন।

শুধুমাত্র প্রিপেইড রিচার্জ প্ল্যান নয়, পোস্টপেইড রিচার্জ প্ল্যানের ক্ষেত্রেও খরচ বাড়ছে। সম্প্রতি এই নতুন রিচার্জ প্ল্যানের বিস্তারিত তালিকা প্রকাশ করেছে জিও। আজকের এই প্রতিবেদনে কোন প্ল্যানে জন্য কত খরচ বেড়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

আরো পড়ুন: Astro Talks: জুলাই মাসে ভাগ্য বদলাবে এই ৫ রাশির জাতকদের, টাকার বৃষ্টি হবে

একমাসের রিচার্জ প্ল্যান:
১) আগে ১৫৫ টাকায় ২ জিবি ডেটা পাওয়া যেত ২৮ দিনের জন্য। এখন এই প্ল্যানের খরচ বেড়ে ১৮৯ টাকা হয়েছে।
২) আগে ২০৯ টাকায় ২৮ দিনের জন্য প্রত্যেকদিন এক জিবি করে ডেটা পাওয়া যেত। এখন এই প্লানের খরচ বেড়ে হয়েছে ২৪৯ টাকা।
৩) আগে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যেত ২৩৯ টাকায় তাও ২৮ দিনের জন্য। এবার সেই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ২৯৯ টাকা।
৪) আগে ২৮ দিনের মেয়াদে প্রতিদিন ২ জিবি ডাটা পাওয়া যেত ২৯৯ টাকায়। এখন সেই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৩৪৯ টাকা।
৫) ৩৪৯ টাকায় প্রত্যেকদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যেত। এই প্ল্যানের মেয়াদ ছিল ২৮ দিন। এখন সেই খরচ বেড়ে হয়েছে ৩৯৯ টাকা।
৬) আগে ৩৯৯ টাকায় প্রতিদিন ৩ জিবি ডাটা পাওয়া যেত ২৮ দিনের জন্য এখন এই রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৪৪৯ টাকা।

দুই মাসের রিচার্জ প্ল্যান: 
৭) এছাড়া দুই মাসের রিচার্জ প্ল্যান অর্থাৎ ৫৬ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যেত ৪৭৯ টাকায়। এখন এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৫৭৯ টাকা।
৮) ৫৩৩ টাকায় ৫৬ দিনের জন্য প্রত্যেকদিন ২ জিবি করে ডাটা পাওয়া যেতো। এখন সেই প্ল্যানের জন্য দিতে হবে ৬২৯ টাকা।

Jio

আরো পড়ুন: Rain Forecast Weather: প্রতীক্ষার অবসান, কলকাতা সহ এই ৭ জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, আল্যার্ট জারি

৩ মাসের রিচার্জ প্ল্যান: 
৯) আর ৮৪ দিনের রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে ৬ জিবি ডেটা পাওয়া যেত ৩৯৫ টাকায়। এখন এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৪৭৯ টাকা।
১০) আগে ৬৬৬ টাকায় প্রতিদিন ১.৫ জিবি করে ৮৪ দিনের ডেটা পেতেন গ্রাহকেরা। এখন এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৭৯৯ টাকা।
১১) আবার ৭১৯ টাকার রিচার্জ প্লানে প্রত্যেকদিন ২ জিবি ডেটা পাওয়া যেত। ৮৪ দিনের এই রিচার্জ প্লানের খরচ বেড়ে হয়েছে ৮৫৯ টাকা।
১২) আগে ৮৪ দিনের জন্য প্রত্যেকদিন ৩ জিবি করে ডাটা ৯৯৯ টাকায় পেতেন গ্রাহকেরা। এখন এই প্লানের জন্য খরচ করতে হবে ১১৯৯ টাকা।

বার্ষিক রিচার্জ প্ল্যানের খরচ: 
১৩) আর ৩৩৬ দিনের জন্য ১৫৯৯ টাকায় ২৪ জিবি ডেটা পাওয়া যেত। সেই খরচ এখন বেড়ে হয়েছে ১৮৯৯ টাকা।
১৪) ২৯৯৯ টাকায় গ্রাহকেরা রোজ ২.৫ জিবি করে ৩৬৫ দিনের জন্য ডেটা পেতেন। এখন এই প্ল্যানের জন্য খরচ হবে ৩৫৯৯ টাকা।

ডেটা অ্যাড অন প্ল্যান 

১) এখন ১৫ টাকায় পাওয়া যায় ১ জিবি ডেটা। এবার এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ১৯ টাকা।

২) এখন ২৫ টাকায় পাওয়া যায় ২ জিবি ডেটা। এবার এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ২৯ টাকা।

৩) এখন ৬১ টাকায় পাওয়া যায় ৬ জিবি ডেটা। এবার এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৬৯ টাকা।

পোস্ট-পেইড রিচার্জ প্ল্যান 

১) এখন ২৯৯ টাকায় পাওয়া যায় ৩০ জিবি ডেটা। এই প্ল্যানের নতুন খরচ বেড়ে হয়েছে ৩৪৯ টাকা।

২) ৩৯৯ টাকায় পাওয়া যায় ৭৫ জিবি ডেটা। এই খরচ বেড়ে হচ্ছে ৪৪৯ টাকা।

About Author
Papiya Paul

সাড়ে ৪ বছরের বেশি সময় ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে যুক্ত। যে কোনো বিষয়ে কনটেন্ট লেখার দক্ষতা রয়েছে। সঠিক এবং ...