YouTube: ইন্টারনেট ছাড়াই চলবে YouTube! এই ট্রিকস শিখে রাখুন, অনেক টাকা বাঁচবে

Youtube Free Videos: বর্তমানে প্রত্যেকটি মানুষের কাছেই রয়েছে স্মার্টফোন। আর এই স্মার্টফোন থাকা মানে যে অ্যাপটি সবথেকে বেশি ব্যবহৃত হয় সেটি হল ইউটিউব(Youtube)। তবে এই ইউটিউব দেখার জন্য অনেক ডেটা…

Published By: Papiya Paul | Published On:

Youtube Free Videos: বর্তমানে প্রত্যেকটি মানুষের কাছেই রয়েছে স্মার্টফোন। আর এই স্মার্টফোন থাকা মানে যে অ্যাপটি সবথেকে বেশি ব্যবহৃত হয় সেটি হল ইউটিউব(Youtube)। তবে এই ইউটিউব দেখার জন্য অনেক ডেটা খরচ হয়ে যায়। তবে আজকে আপনাদেরকে এমন একটি পদ্ধতি সম্পর্কে জানাবো যে পদ্ধতিতে ইন্টারনেট ছাড়াই ইউটিউব চালানো যাবে।

কিভাবে ইউটিউব অফলাইন কাজ করবে?
ইন্টারনেট অন করে ইউটিউব চালালে প্রচুর পরিমাণে ডাটা খরচ হয়। তবে যদি অফলাইন মোডে রাখেন তাহলে ডেটা খরচ হবে না। আপনি যখন খুশি সেই ভিডিও চালিয়ে দেখতে পারবেন। এমন অনেক মানুষ রয়েছেন যারা বেশ কিছু গান কিংবা ভিডিও বারে বারে দেখতে ভালোবাসেন।

আরো পড়ুন: Investment: রোজ ১০০ টাকা জমিয়ে মিলবে ৩০ লাখ টাকা! জানুন কিভাবে অল্পদিনেই হবেন লাখপতি?

এই একই জিনিস বারবার দেখার জন্য ইন্টারনেট খরচ কেন করবেন? তার বদলে ওই ভিডিওর নিচে একটি ডাউনলোড অপশন থাকবে। সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে অফলাইনে সেই ভিডিও যতবার খুশি দেখা যাবে।

কিভাবে অফলাইনে ইউটিউব ভিডিও চালাবেন?
এর জন্য প্রথমে যে ভিডিও দেখবেন সেটি আগে খুলুন।
তারপর একটি ডাউনলোড অপশন পেয়ে যাবেন সেই ভিডিওর নিচে, সেই অপশনে ক্লিক করতে হবে।
আপনি কেমন কোয়ালিটি ভিডিও সেভ করতে চান সেই অপশন আপনার কাছে আসবে।
ভিডিও কোয়ালিটি যত বেশি হবে ডাউনলোড করতে তত বেশি ইন্টারনেটের প্রয়োজন হবে।
এবার একবার সেই ভিডিও ডাউনলোড হয়ে গেলেই আপনি যখন খুশি যেখানে খুশি যতবার খুশি দেখতে পারবেন।

আরো পড়ুন: জুলাই মাসে জোড়া উপহার পেতে চলেছেন শিয়ালদা ডিভিশনের ট্রেন যাত্রীরা

এর পাশাপাশি আরও একটি উপায় রয়েছে যেটি হল আপনাকে মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এটি হলো ইউটিউব প্রিমিয়াম। এখানে স্মার্ট ডাউনলোড ফিচারও পেয়ে যাবেন। ইউটিউব প্লে লিস্টে ভিডিও যোগ হয়ে যাবে। তখন অফলাইনেও দেখতে পারবেন।

About Author
Papiya Paul

সাড়ে ৪ বছরের বেশি সময় ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে যুক্ত। যে কোনো বিষয়ে কনটেন্ট লেখার দক্ষতা রয়েছে। সঠিক এবং ...