SBI Recruitment 2024: চাকরির শুরুতেই ৪৫,০০০/- টাকা বেতন, প্রচুর কর্মী নিচ্ছে স্টেট ব্যাঙ্ক, এইভাবে আবেদন করুন

SBI Banking Advisor Recruitment 2024 : ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন অনেক চাকরিপ্রার্থীর রয়েছে। ব্যাঙ্কে ভালো কোনো পোস্টে চাকরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন তারা। সেই সকল অপেক্ষারত চাকরিপ্রার্থীদের জন্য এবার…

Published By: Debapriya Sarkar | Published On:

SBI Banking Advisor Recruitment 2024 : ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন অনেক চাকরিপ্রার্থীর রয়েছে। ব্যাঙ্কে ভালো কোনো পোস্টে চাকরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন তারা। সেই সকল অপেক্ষারত চাকরিপ্রার্থীদের জন্য এবার সুখবর দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত ৬ই জুন ২০২৪ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে। গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে ছেলেমেয়ে নির্বিশেষে সকল যোগ্য প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন (SBI Banking Advisor Recruitment)।

আরোও পড়ুনঃ কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি, এই ৫ জেলায় তুমুল দুর্যোগের আশঙ্কা

কোন পদে নিয়োগ করা হবে? আবেদন প্রক্রিয়া কি? শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? বয়স সীমা কত হতে হবে? বেতন কত দেওয়া হবে? নিয়োগ প্রক্রিয়া কি? আবেদনের শেষ তারিখ কত? ইত্যাদি এই ধরনের সকল তথ্য সম্পূর্ণভাবে জানাতে আজকের আমাদের এই প্রতিবেদন। আপনি যদি এই চাকরির জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে শেষ অবধি চোখ রাখুন আমাদের এই প্রতিবেদনে।

• পদের নাম ও শূন্য পদ – 

১. প্রতিরক্ষা ব্যাঙ্কিং উপদেষ্টা – ১ টি

২. সার্কেল ডিফেন্স ব্যাংকিং উপদেষ্টা – ১ টি

৩. সার্কেল ডিফেন্স ব্যাংকিং উপদেষ্টা – ১ টি

৪. সিনিয়র ভাইস প্রেসিডেন্ট – ১ টি

৫. সিনিয়র ভাইস প্রেসিডেন্ট – ১ টি

৬. সাপোর্ট অফিসার-ট্রেড ফাইন্যান্স – ০৭ টি

৭. ক্লাইমেট রিস্ক বিশেষজ্ঞ – ০২ টি

৮. মার্কেটিং রিস্ক বিশেষজ্ঞ – ৩ টি

৯. চার্টার্ড হিসাবরক্ষক – ০৯ টি

১০. গবেষণা বিশ্লেষক-ফরেক্স – ১ টি

১১. গবেষণা বিশ্লেষক ইক্যুইটি – ২ টি

১২. গবেষণা বিশ্লেষক প্রাইভেট ইক্যুইটি – ২ টি

• বেতন –

উল্লেখিত পদগুলোতে নিয়োগের পর প্রার্থীদের প্রতিমাসে ৪৫,০০০ থেকে ৭৮,২৩০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

• শিক্ষাগত যোগ্যতা –

উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA/ ICWA, BE/ B.Tech, ME/ M.Tech, M.Sc, MCA, MBA, PGDBM/ PGDM ও মাস্টার ডিগ্রি অর্জন করার সার্টিফিকেট থাকতে হবে।

• বয়স সীমা –

আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স ন্যূনতম ২৪ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে থাকতে হবে।

• আবেদন প্রক্রিয়া –

আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এই চাকরিতে আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

১. আবেদন করার জন্য প্রথমে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট – sbi.co.in এ গিয়ে সেখানে থাকা আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে।

২. এরপর প্রার্থীর সামনে যে ফর্মটি ওপেন হবে সেখানে আবেদনকারীর কিছু ব্যক্তিগত তথ্য চাওয়া হবে। যেমন আবেদনকারীর নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি। আবেদনকারীকে এই সবকিছু সঠিকভাবে পূরণ করতে হবে।

৩. এরপর কিছু প্রয়োজনীয় নথি চাওয়া হবে। আবেদনকারীকে স্ক্যান করে সেই সমস্ত নথি আপলোড করতে হবে।

৪. সমস্ত কিছু ভালোভাবে পূরণ করা হয়ে গেলে একবার পুনরায় যাচাই করে তারপরে আবেদন ফি জমা দিয়ে Submit করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।

• নির্বাচন প্রক্রিয়া –

উল্লেখিত পদগুলিতে চাকরির জন্য আবেদনকারীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। প্রার্থীদের মেরিট ও ইন্টারভিউ এর মাধ্যমে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াটি হবে। মূলত ২টি ধাপে হবে এই নির্বাচিত প্রক্রিয়াটি।

ধাপ ১. প্রথমে মার্কশিট এর নম্বর অনুযায়ী শটলিস্ট প্রকাশিত হবে।

ধাপ ২. এই শটলিস্টে যে সকল প্রার্থীর নাম থাকবে তাদের ইন্ট্রোডাকশন ও ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।

আরোও পড়ুনঃ এবার তিন কোটি বাড়ি তৈরি করে দেবে কেন্দ্র সরকার, এই কাগজ থাকলেই আবেদন করুন

• আবেদনের শেষ তারিখ –

গত ৭ই জুন ২০২৪ থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং আগামী ২৭শে জুন‌ ২০২৪ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

বিঃদ্রঃ বিভিন্ন সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী আমাদের এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তাই সকল চাকরি প্রার্থীর উদ্দেশ্যে অনুরোধ আপনারা যে কোনও চাকরিতে আবেদনের পূর্বে তার অফিসিয়াল নোটিশটি ভালো করে দেখে বুঝে তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

About Author
Debapriya Sarkar

দেবপ্রিয়া বিগত বেশ কিছু বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় তার হ...