Train Cancelled: ফের বাতিল কয়েকশো ট্রেন, বাড়ি থেকে বেরোনোর আগে লিস্ট দেখে নিন

Train Cancelled On South Eastern Route : এবার দক্ষিণ-পূর্ব রুটে কয়েকশ ট্রেন বাতিল করা হয়েছে। ‌ জানা গিয়েছে যে, আন্দুলে কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেল দপ্তরের এই সিদ্ধান্ত। এই ১০ দিন…

Published By: Debapriya Sarkar | Published On:

Train Cancelled On South Eastern Route : এবার দক্ষিণ-পূর্ব রুটে কয়েকশ ট্রেন বাতিল করা হয়েছে। ‌ জানা গিয়েছে যে, আন্দুলে কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেল দপ্তরের এই সিদ্ধান্ত। এই ১০ দিন লোকাল ট্রেন সহ প্রচুর দূরপাল্লার ট্রেনও বাতিল থাকবে। সোমবার অর্থাৎ ২৪ শে জুন ২০২৪ এ দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব রেলের আন্দুল স্টেশনে জরুরি কাজের জন্য ২৯ জুন থেকে ৬ জুলাই (৮ দিন) ও ৭ জুলাই থেকে ৮ জুলাই (২ দিন) একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধন্ত নেওয়া হয়েছে। এই দশদিনে মোট ২৩৭ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

আরোও পড়ুন >> লেডিস স্পেশাল ট্রেন অতীত! এবার লেডিস স্পেশাল বাস চালাবে রাজ্য সরকার। কোন কোন রুটে ছুটবে?

• লোকাল ট্রেন বাতিলের তালিকাঃ-

১) ২৯ জুন শনিবার – ৩৮৮০১/৩৮৮০৬ , ২টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

) ৩০ জুন রবিবার – ৩৮৭০৫/৩৮৭১৪, ৩৮৮০৫/৩৮৮১২, ৩৮৮০৩/৩৮৮১০ , মোট ৬টি ট্রেন বাতিল থাকবে।

৩) ১ জুলাই সোমবার – ৩৮৮০১/৩৮৮০৬, ৩৮৭০৩/৩৮৭০৮, ৩৮৭০৫/৩৮৭১৪, ০৮০৬৯/০৮০৭০, ৩৮৮০৫/৩৮৮১২, ৩৮৪০৩/৩৮৪১৮, ৩৮৩০১/৩৮৪১০, মোট ১৪ টি ট্রেন বাতিল থাকবে।

৪) ২ জুলাই মঙ্গলবার – ৩৮৪৫৫, ৩৮৭০৩, ৩৮৮০৩, ৩৮৭০৫, ৩৮৪০২, ৩৮৩০৪, ৩৮৩০৬, ৩৮৪১২, ৩৮৪০৮,৩৮৪১০,৩৮৪০৬, ৩৮৭০৪, ৩৮৭০৬, ৩৮৩০২, ৩৮৩০৮ , মোট ১৫টি ট্রেন বাতিল থাকবে।

৫) ৩ জুলাই বুধবার – 3৮৩০২/৩৮৩২১, ৩৮৪০২/৩৮৪৫৫, ৩৮৪০৪/৩৮৪৫৩, ৩৮৭০২/৩৮৭০৫, ৩৮৮০১/৩৮৮০৬, ৩৮৭০৩/৩৮৭০৮, ৩৮৮০৩/৩৮৮১০, ৩৮৭০৫/৩৮৭১৪ , মোট ১৬টি ট্রেন বাতিল থাকবে।

৬) ৪ জুলাই বৃহস্পতিবার – 3৮৩২১ (JCO ০৩.০৭.২৪)/৩৮৩০২, ৩৮৪৫৫(JCO ০৩.০৭.২৪)/৩৮৪০২, ৩৮৮০১/৩৮৮০৬, ৩৮৮০৩/৩৮৮১০, ৩৮০৫১/৩৮০৫৪, ৩৮৭০৫/৩৮৭১৪, ৩৮৮০৫/৩৮৮১২, ০৮০৬৯/০৮০৭০ , মোট ১৬টি ট্রেন বাতিল থাকবে।

৭) ৫ জুলাই শুক্রবার – 3৮৮৩০, ৩৮৩০২/৩৮৩৪১, ৩৮৪০৪/৩৮৪৫৫ (JCO ০৪.০৭.২৪), ৩৮৩০৬/৩৮৪০৩, ৩৮৪০৮/৩৮৪০৫, ৩৮৪১৪/৩৮৪১১, ৩৮৪০৩/৩৮৪১৮, ৩৮৪০৫/৩৮৪২২, ৩৮১০৩/৩৮১০৪, ৩৮৪১২/৩৮৪০৯/৩৮৪২৬, ৩৮৩০৮/৩৮৮০৯/৩৮৮১৬ , মোট ২৩ টি ট্রেন বাতিল থাকবে।

৮) ৬ জুলাই শনিবার – 3৮৮০১, ৩৮৩০৬, ৩৮৭০৩, ৩৮৪০৮, ৩৮৪০৩, ৩৮৩০৮, ৩৮১০৩, ৩৮৪১২, ৩৮৩০৩, ৩৮৪১৪, ৩৮৪০৯, ৩৮৭০৮, ৩৮১০৫, ৩৮১০৪, ৩৮৪১৭, ৩৮৪১৮, ৩৮৪২১, ৩৮১০৬, ৩৮৭১৩, ৩৮৩১২, ৩৮৭১৭, ৩৮৪২৬, ৩৮৪৩৫, ৩৮৪৩৪,৩৮৪৪৩, ৩৮৪৩৬, ৩৮৪৪৫, ৩৮৭২২, ৩৮৪৪৯, ৩৮৭২৪, ৩৮৩১৩, ৩৮৪৫০, ৩৮৪৫১, ৩৮৪৫৬, ৩৮৩১৯, ৩৮৯১৪, ৩৮৯০৯, ৩৮৯১৪, ৩৮৯১১, ৩৮৯২২, ৩৮৯১৭, ৩৮০৩২, ৩৮০৩১, ৩৮০৩৬, ৩৮০৩৩ , মোট ৫৩টি ট্রেন বাতিল থাকবে।

৯) ৭ জুলাই রবিবার – 3৮৮০১, ৩৮৩০৬, ৩৮৭০৩, ৩৮৪০৮, ৩৮৪০৩, ৩৮৩০৮, ৩৮১০৩, ৩৮৪১২, ৩৮৩০৩, ৩৮৪১৪, ৩৮৪০৯, ৩৮৭০৮,৩৮১০৫, ৩৮১০৪, ৩৮৪১৭, ৩৮৪১৮, ৩৮৪২১, ৩৮১০৬, ৩৮৭১৩, ৩৮৩১২, ৩৮৭১৭, ৩৮৪২৪, ৩৮৪৩৫, ৩৮৪৩৪, ৩৮৪৪৩, ৩৮৪৩৬, ৩৮৪৪৫, ৩৮৭২২, ৩৮৪৪৯, ৩৮৭২৪, ৩৮৩১৩, ৩৮৪৫০, ৩৮৪৫১, ৩৮৪৫৬, ৩৮৩১৯, ৩৮৯১৪, ৩৮৯০৯, ৩৮৯১৬, ৩৮৯১১, ৩৮৯২২, ৩৮৯১৭, ৩৮০৩২, ৩৮০৩১, ৩৮০৩৬, ৩৮০৩৩, ৩৮৩২১, ৩৮৪৫৫, ০৮১৪৪, ৩৮৩০৯, ৩৮৩০২, ৩৮৪০২, ৩৮৪০৪, ৩৮৩০৪ , মোট ৫৩টি ট্রেন বাতিল থাকবে।

১০) ৮ জুলাই সোমবার – 3৮৮০১, ৩৮৩০৬, ৩৮৭০৩, ৩৮৪০৮, ৩৮৪০৩, ৩৮৩০৮, ৩৮১০৩, ৩৮৪১২, ৩৮৩০৩, ৩৮৪১৪, ৩৮৪০৯, ৩৮৭০৮, ৩৮১০৫, ৩৮১০৪, ৩৮৪১৭, ৩৮৪১৮, ৩৮৪২১, ৩৮১০৬, ৩৮৭১৩, ৩৮৩১২, ৩৮৭১৭, ৩৮৪২৬, ৩৮৪৩৫, ৩৮৪৩৪, ৩৮৪৪৩, ৩৮৪৩৬, ৩৮৪৪৫, ৩৮৭২২, ৩৮৪৪৯, ৩৮৭২৪, ৩৮৩১৩, ৩৮৪৫০, ৩৮৪৫১, ৩৮৪৫৬, ৩৮৩১৯, ৩৮৯১৪, ৩৮৯০৯, ৩৮৯১৬, ৩৮৯১১, ৩৮৯২২, ৩৮৯১৭, ৩৮০৩২, ৩৮০৩২, ৩৮০৩৬, ৩৮০৩৩, ৩৮৩২১, ৩৮৩০২ মোট ৪৭টি ট্রেন বাতিল থাকবে।

দূরপাল্লার ট্রেন বাতিলের তালিকাঃ-

• ৩০ শে জুন থেকে ২রা জুলাই এবং ৬ই জুলাই থেকে ৮ই জুলাই পর্যন্ত বাতিল থাকবে –
১) ১২৮৫৭/১২৮৫৮ হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস।
২) ১২০২১/১২০২২ হাওড়া-ভুবনেশ্বর হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস।
৩) ১২৮৮৩/১২৮৮৪ সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস।

• ৬ই ও ৮ই জুলাই বাতিল থাকবে –
১) ১২৮৭১/২২৮৬২ হাওড়া-তিতিলাগড়/কালাবুরাগি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস।
২) ২২৮৯৭/২২৮৯৮ হাওড়া-দিঘা -হাওড়া কাণ্ডারি এক্সপ্রেস।

• ৭ই জুলাই বাতিল থাকবে – ২২৮৬১/১২৮৭২ হাওড়া-কালাবুরাগি/ তিতিলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেস।

• ৫ই জুলাই থেকে ৭ই জুলাই বাতিল থাকবে –
১) ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস।
২) ১৮০০৬ জগদলপুর-হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস।
৩) ১৮০১১/১৮০১৩ হাওড়া-চক্রধরপুর/বোকারো স্টিল সিটি এক্সপ্রেস।

• ৬ জুলাই বাতিল থাকবে –
১) ২২৮৯২/২২৮৯১ রাঁচি-হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস।

• ৬ই জুলাই থেকে ৮ই জুলাই বাতিল থাকবে –
১) ১২৮২১ শালিমার- পুরী ধৌলি এক্সপ্রেস।
২) ১২৮৮৫/১২৮৮৬ শালিমার-ভযুধি-শালিমার আরণ্যক এক্সপ্রেস।
৩) ১২২৭৮/১২২৭৭ পুরী-হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস।
৪) ১২৮১৪/১২৮১৩ টাটানগর-হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস।
৫) ১৮০৩০ শালিমার-লোকমান্য তিলক মুম্বাই এক্সপ্রেস।
৬) ১৮০০৫ হাওড়া-জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস।
৭) ১২১৩০ হাওড়া-পুণ আজাদ হিন্দ এক্সপ্রেস
৮) ১৮০১৪/১৮০১২ বোকারো স্টিল সিটি/চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস
৯) ০৮৬৯৫/০৮৬৯৬ বোকারো স্টিল সিটি-রাঁচি-বোকারো স্টিল সিটি স্পেশাল

• ৮ই জুলাই বাতিল থাকবে –
১) ১৮০০৭ শালিমার-ভাঞ্জপুর এক্সপ্রেস।

• ৯ই জুলাই বাতিল থাকবে –
১) ১৮০০৮ ভাঞ্জপুর-শালিমার এক্সপ্রেস।

• ৪ঠা ও ৬ই জুলাই বাতিল থাকবে –
১) ১৮০২৯ লোকমান্য তিলক মুম্বাই এক্সপ্রেস – শালিমার এক্সপ্রেস।
২) ১২১২৯ পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস।

• ৪ঠা জুলাই বাতিল থাকবে –
১) ১২৯০৫ পোড়বন্দর-শালিমার এক্সপ্রেস।

• ৬ই জুলাই বাতিল থাকবে –
১) ১২৯০৬ শালিমার-পোড়বন্দর এক্সপ্রেস
২) ২২৮০৩ শালিমার-সম্বলপুর এক্সপ্রেস।
৩) ১৮০৪৯ শালিমার-বাদামপাহাড় এক্সপ্রেস।

• ৭ই জুলাই বাতিল থাকবে –
১) ১৮০৫০ বাদামপাহাড়-শালিমার এক্সপ্রেস।
২) ১৮০৫১/১৮০৫২ বাদামপাহাড়-রউরকেলা-বাদামপাহাড় এক্সপ্রেস
৩) ২০৮৩২ সম্বলপুর-শালিমার এক্সপ্রেস।

• ৮ই জুলাই বাতিল থাকবে –
১) ২০৮৩১ শালিমার-সম্বলপুর এক্সপ্রেস।
২) ২২৮৪১ সাঁতরাগাছি-তাম্বরম এক্সপ্রেস।

• ১০ জুলাই বাতিল থাকবে –
১) ২২৮৪২ তাম্বরম-সাঁতরাগাছি এক্সপ্রেস।

• ১৫ জুলাই বাতিল থাকবে –
১) ২২৮০৪ সম্বলপুর-শালিমার এক্সপ্রেস।

ঘুরপথে যাত্রা করবে যে ট্রেনগুলিঃ-

১) ২৭ জুন ও ৪ জুলাই – ১২৫০৮ শিলচর-তিরুবনন্তপুরম এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মিনাপোড়ে-হিজলি-ভদ্রক হয়ে যাত্রা করবে।
২) ২৭, ২৯, ৩০ জুন, ২, ৪ জুলাই – ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মিনাপোড়ে-হিজলি-ভদ্রক হয়ে যাত্রা করবে।
৩) ২৮ জুন ও ৫ জুলাই – ২২৫০২ নিউ তিনসুকিয়া-বেঙ্গালুরু এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মিনাপোড়ে-হিজলি-ভদ্রক হয়ে যাত্রা করবে।
৪) ৩০ জুন, ১, ৭ জুলাই – ১২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মিনাপোড়ে-হিজলি-ভদ্রক হয়ে যাত্রা করবে।
৫) ২ জুলাই – ১২৫১৬ শিলচর-কোয়েম্বাটুর এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মিনাপোড়ে-হিজলি-ভদ্রক হয়ে যাত্রা করবে।
৬) ৪, ৫ জুলাই – ১২৫০৯ বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মিনাপোড়ে-হিজলি-ভদ্রক হয়ে যাত্রা করবে।

আরোও পড়ুন >> এবার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ১০ হাজার, গোটা রাজ্য জুড়ে সারা ফেলেছে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প

সময়সূচি বদলাচ্ছে যেসব ট্রেনেরঃ-

১) ১লা জুলাই হাতিয়া থেকে রাত্রি ১০টা ৩০ মিনিটে ছাড়বে ১৮৬১৬ হাতিয়া-হাওড়া এক্সপ্রেস।
২) ২রা জুলাই বোকারো স্টিল সিটি থেকে রাত্রি ১০টা ও চক্রধরপুর থেকে রাত্রি ৮ টা ৩৫ মিনিটে ছাড়বে ১৮০১৪/১৮০১২ বোকারো স্টিল সিটি/চক্রধরপুর- হাওড়া এক্সপ্রেস।
৩) ৩ জুলাই হাওড়া থেকে সকাল ৬টায় ছাড়বে ৩৮০৫১ হাওড়া-হলদিয়া লোকাল।
৪) ১ জুলাই হাওড়া থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে ছাড়বে ৩৮০৫১ হাওড়া-হলদিয়া লোকাল।

About Author
Debapriya Sarkar

দেবপ্রিয়া বিগত বেশ কিছু বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় তার হ...