Smart Panchayat 2.0 : গত শুক্রবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছিল রাজ্য সরকার। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা প্রত্যেক সচিব উপস্থিত ছিলেন সেই বৈঠকে। এই বৈঠকে স্মার্ট পঞ্চায়েত (Smart Panchayat 2.0) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পঞ্চায়েতের বেশকিছু সুযোগ-সুবিধা এবার থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে পাওয়া যাবে। কি কি সুবিধা পাওয়া যাবে? কোন কোন ক্ষেত্রে সুবিধা দেওয়া হবে? এই সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই পুরো প্রতিবেদনটি শেষ অবধি পড়লেই।
আরোও পড়ুনঃ ট্রেনের কোন বগি সবথেকে বেশি নিরাপদ জানেন? টিকিট বুকিং করার আগে অবশ্যই জেনে রাখুন
হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সের মাধ্যমে পঞ্চায়েতের কি কি সুবিধা পাওয়া যাবে ?
১. বাড়ি তৈরি করার জন্য অনুমোদন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
২. হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স এর মাধ্যমে ট্রেড নো অবজেকশন সার্টিফিকেট বা ট্রেড NOC ডাউনলোড করতে পারবেন।
৩. কোথাও যাওয়ার জন্য গেস্ট হাউস বুকিং করতে পারবেন।
৪. পঞ্চায়েত ট্যুরিজম পোর্টালের আওতায় বুকিং বাতিল সংক্রান্ত মেসেজ করার সুবিধা এমনকি অভিযোগ জানানোর সুবিধা খুব শীঘ্রই দেওয়া হবে হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সের মাধ্যমে।
৫. পঞ্চায়েত এলাকা নিয়ে কমপ্লেনের একশন নেওয়া হয়েছে কিনা এই ধরনের রিপোর্ট দেখার সুবিধা যুক্ত করা হবে হোয়াটসঅ্যাপে।
৬. পঞ্চায়েত কর্মীরা whatsapp চ্যাট বক্স থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ, যেমন – পে স্লিপ, বার্ষিক বেতন সম্পর্কিত তথ্য পেতে পারবেন।
মূলত গ্রামীণ এলাকার মানুষদের বিশেষ সুবিধা এবং পর্যাপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট দেওয়ার জন্য স্মার্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের গ্রামের এলাকাগুলোকে স্মার্ট করে তোলার জন্য পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর একটি অনলাইন পরিষেবা চালু করেছে যার নাম স্মার্ট পঞ্চায়েত ২.০। এটি একটি বিশেষ হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স। আপনি আপনার ফোনে এই চ্যাট বক্সটি পেতে চাইলে নিম্নলিখিত নম্বরটি আপনার মোবাইলে সেভ করে নিন।
• পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে স্মার্ট পঞ্চায়েত ২.০ এর একটি নম্বর শেয়ার করা হয়েছে। নম্বরটি হলো – 6291265854