Offbeat Travel: চলতি বছরে যে হারে গরম পড়েছে এই গরমে কার্যত স্বস্তিতে টিকে থাকা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। প্রায় প্রত্যেক দিনই গরমের তাপমাত্রা নতুন নতুন রেকর্ড গড়ছে। রাজ্যের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ঘোরাফেরা করছে। আর এই সময় যেহেতু গরমের ছুটি থাকে তাই বহু মানুষ এদিক সেদিক ঘুরতে(Travel) বেরিয়ে পড়েন।
যদিও এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সকলের পছন্দের ডেস্টিনেশন হলো পাহাড়। কিন্তু এখন দার্জিলিঙে যে হারে পর্যটকদের ভিড় জমেছে তাই সেখানে গিয়ে নিরিবিলিতে সময় কাটানো সম্ভব নয়। তাই যারা ভিড়ভাট্টা এড়িয়ে শান্ত পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইছেন তাদের জন্য আজকে রয়েছে একটি নতুন অফবিট লোকেশনের খোঁজ।
মেঘেদের দেশে একটু স্বস্তিতে থাকার জন্য চলে আসতে পারেন রামধুরায়। প্রায় ৫৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গায় ঘুরতে গেলে আপনি খোঁজ পাবেন দেবতাদের। বলা হয় ভগবান রামচন্দ্রের নামে এই গ্রামের নামকরণ করা হয়েছে। এখানে হোমস্টে গুলোতে সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুললেই খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে।
এই জায়গার কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য অন্য কোন জায়গা থেকে পাওয়া যায় না। তাই কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য পর্যটকদের রামধুরা একবার আসতেই হবে। এখানে একটি শিবের মন্দির রয়েছে যেখানে জল ঢালার জন্য তিস্তায় আসতে হয়। এই মন্দিরে যাওয়ার জন্য একটি ছোট ট্রেক করে পাহাড়ের উপরে উঠতে হয়।
আরো পড়ুন: আম খাওয়ার পরে ভুলেও খাবেন না এইসব খাবার, ভয়ানক বিপদ হতে পারে
এখানে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাচলা করার জন্য রাস্তা রয়েছে। এই জঙ্গলের মধ্যে চারপাশে কুয়াশা ঘিরে রয়েছে, দূরের জিনিস ভালো করে দেখতে পাওয়া যায় না। একেবারেই হিন্দি ভূতের ছবির ম্যাজিক দেখতে পাবেন রামধুরাতে। এখানে জলসা ভিউ পয়েন্ট রয়েছে। এই জায়গাটা দেখতে গেলে এর সৌন্দর্য আপনার মন জয় করে নেবে।
কিভাবে এই লোকেশনে যাবেন চলুন সেটা জেনে নেওয়া যাক। এখানে আসতে হলে এনজিপি থেকে সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারেন রামধুরা। অথবা শেয়ার করা গাড়িতে এলে কালিম্পং হয়ে আসতে হবে। সেক্ষেত্রে খরচ অনেকটা কম পড়বে। এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে। তবে এখানে থাকতে হলে আগে থেকে বুকিং করে আসতে হবে।