EPFO- এক বা দুই নয়, EPFO অ্যাকাউন্টধারীরা পেতে পারেন 7 রকমের পেনশন, এখনই জানুন

7 Rules of EPF : প্রতিটি চাকরিজীবী মানুষের অবসরকালীন সহায়তা হলো পেনশন। এই কারণে EPF (Employees Provident Fund) এর উপরে আস্থা পোষণ করে থাকে চাকুরিজীবীরা। EPF এ ৭ ধরণের পেনশন…

Published By: Debapriya Sarkar | Published On:
7 Rules of EPF : প্রতিটি চাকরিজীবী মানুষের অবসরকালীন সহায়তা হলো পেনশন। এই কারণে EPF (Employees Provident Fund) এর উপরে আস্থা পোষণ করে থাকে চাকুরিজীবীরা। EPF এ ৭ ধরণের পেনশন পেয়ে থাকেন EPF অ্যাকাউন্টধারী গ্রাহকরা। আজ এই প্রতিবেদন আমরা জানাবো এই ৭ ধরনের পেনশন গুলো কি। আসুন জেনে নিন।
আরোও পড়ুনঃ ঘরে বসে প্রতিমাসে পাবেন ৫০০০ টাকা, সরকারি এই প্রকল্পে জুড়ে গেলে মজাই মজা
EPF অ্যাকাউন্টধারীর অধিকাংশ গ্রাহকই এই ৭ ধরনের পেনশন সম্মন্ধে অবগত নন। EPF এর ৭ ধরনের পেনশন গুলি হল-

১. সেবানিবৃত্তি পেনশন স্কিম –

EPF অর্গানাইজেশনের অধীনে সেবা নিবৃত্তি পেনশনের সুবিধা পেতে হলে গ্রাহকের বয়স ৫৮ বছর হতে হবে। এর সাথে গ্রাহকের ১০ বছরে চাকরি করা বাধ্যতামূলক। ১০ বছর চাকরি করার পরেই এই পেনশনের সুবিধা পাওয়া যায়।

২. বিকলাঙ্গ পেনশন স্কিম –

এই পেনশন স্কিমটি হল EPF অর্গানাইজেশনের একটি গুরুত্বপূর্ণ স্কিম। চাকরি করাকালীন চাকরিপ্রার্থী যদি কোন দুর্ঘটনায় বিকলাঙ্গ হয়ে যায়, সে ক্ষেত্রে এই পেনশন স্কিমের সুবিধা পাওয়া যায়।

৩. শীঘ্র পেনশন স্কিম –

EPF অরগানাইজেশনে শীঘ্র পেনশনের সুবিধা পাওয়ার জন্য ৫০ থেকে ৫৮ বছর বয়সের মধ্যে হতে হবে চাকরিপ্রার্থীকে। এছাড়া চাকরিপ্রার্থীকে ১০ বছর ধরে চাকরি করতে হবে।

৪. বিধবা অথবা বাল পেনশন স্কিম –

এই স্কিমটি EPF অর্গানাইজেশনের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ স্কিম। চাকরি করা কালীন যদি কোন কারনে চাকরিজীবীর মৃত্যু হয় তাহলে তার স্ত্রী বা সন্তান এই পেনশন স্কিমের সুবিধা পেয়ে থাকেন।

৫. অনাথ পেনশন স্কিম –

এই স্কিমে বাবা-মা যদি দুজনেরই মৃত্যু হয় তাহলে তাদের ২৫ বছরের কম বয়সী সন্তান এই পেনশনের সুবিধা পাবেন।

৬. নামিনি পেনশন স্কিম –

EPF একাউন্ট ধারী চাকরিজীবীর কোন কারনে মৃত্যু হলে তার নমিনি এই পেনশনের সুবিধা পাবেন।
আরোও পড়ুনঃ বদলে গেল EPFO-র চারটি নিয়ম, কি কি পরিবর্তন হল দেখে নিন

৭. আশ্রিত পেনশন স্কিম –

চাকরিজীবী বাবা-মায়ের উপর সন্তান যদি আর্থিকভাবে পুরোপুরি নির্ভরশীল থাকেন তবে EPF অর্গানাইজেশনের অধীনে সেই সন্তান আশ্রিত পেনশন স্কিমের সুবিধা পেতে পারবে।
About Author
Debapriya Sarkar

দেবপ্রিয়া বিগত বেশ কিছু বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় তার হ...