আর ৫০০ বা ১০০০ নয়, রাজ্য সরকারের এই প্রকল্পে প্রতি মাসে ৫০০০ টাকা করে পাবে রাজ্যবাসী

Samudra Sathi Scheme : রাজ্য সরকারের নতুন একটি প্রকল্পে এবার ৫০০০ টাকা করে পাবে প্রত্যেক রাজ্যবাসী। পশ্চিমবঙ্গের মানুষদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। এমনই…

Published By: Debapriya Sarkar | Published On:

Samudra Sathi Scheme : রাজ্য সরকারের নতুন একটি প্রকল্পে এবার ৫০০০ টাকা করে পাবে প্রত্যেক রাজ্যবাসী। পশ্চিমবঙ্গের মানুষদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। এমনই আরেকটি প্রকল্প ‘সমুদ্র সাথী স্কিম’ চালু করল রাজ্য সরকার। রাজ্যে যে সমস্ত কল্যাণমূলক প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম হল সমুদ্র সাথী প্রকল্প। এই প্রকল্প নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আমরা আজকের এই প্রতিবেদনে। সমুদ্রের সাথী প্রকল্পটি কি এই প্রকল্পের অধীনে কারা সুবিধা পাবেন? কিভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে ষ? এই সমস্ত তথ্য জানাবো এই প্রতিবেদনে। আসুন জেনে নিন।

আরোও পড়ুনঃ এবার রাজ্যের সব পড়ুয়ারাই পাবে বিশেষ সুবিধা, ‘যোগ্যশ্রী’ প্রকল্প নিয়ে বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা

• সমুদ্রের সাথী প্রকল্প কি ?

সমুদ্র সাথী প্রকল্প হলো এমন একটি প্রকল্প যেখানে সামুদ্রিক মৎস্যজীবী যারা নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না, তাদের জীবন যাপনের জন্য মাথাপিছু প্রতি মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে। আগামী দুমাস এই সাহায্য দেবে রাজ্য সরকার।

• সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা –

১. মৎস্যজীবীদের ৫ হাজার টাকা করে দেওয়া হবে।

২. দু মাসের জন্য ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা পাবেন মৎস্যজীবীরা।

৩. যেসব মৎস্যজীবীরা তাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত করেছে তারাই এই প্রকল্পের সুবিধা পাবে।

৪. সমুদ্র সাথী প্রকল্পের অধীনে থাকা মৎস্যজীবীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে।

• কারা সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা পাবেন –

১. আবেদনকারী মৎস্যজীবীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. পেশাগত দিক থেকে আবেদনকারীকে শুধুমাত্র মৎস্যজীবী হতে হবে।

৩. পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪-পরগনার মৎস্যজীবীরাই কেবলমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন।

• সমুদ্র সাথী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি –

১. আধার কার্ড

২. জেলেদের নিবন্ধন প্রমাণ

৩. আবাসিক শংসাপত্র

৪. পাসপোর্ট সাইজের ছবি

৫. বৈধ মোবাইল নম্বর

৬. আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ

আরোও পড়ুনঃ মাত্র ১০ বছরে পাবেন ৩০ লক্ষ টাকা! কিভাবে কোথায় বিনিয়োগ করলে হবেন লাখপতি? রইল সহজ হিসেব

• সমুদ্র সাথী প্রকল্পে আবেদনের পদ্ধতি –

১. সমুদ্র সাথী প্রকল্পে আবেদনের জন্য প্রথমে আবেদনকারী কে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২. এরপর ওয়েবসাইটে হোম পেজ খুলে যাবে আবেদনকারীর সামনে। সেখানে আবেদনকারীকে Apply here অপশনটিতে ক্লিক করতে হবে।

৩. এরপর আবেদনকারীর সামনে সমুদ্র সাথী স্কিম ২০২৪-এর অফিসিয়াল আবেদনপত্রটি প্রদর্শিত হবে।

৪. আবেদনপত্রে থাকা নির্দেশ অনুযায়ী আবেদনকারীকে সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে।

৫. আবেদন পত্রটি পূরণ হওয়ার পর সমস্ত নথি সংযুক্ত করতে হবে আবেদন পত্রের সাথে।

৬. এবার ভালোভাবে একবার আবেদন পত্রটি যাচাই করে তারপরে Submit অপশনে ক্লিক করতে হবে।

About Author
Debapriya Sarkar

দেবপ্রিয়া বিগত বেশ কিছু বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় তার হ...