SIP Investments: বর্তমানে এই মূল্যবৃদ্ধির বাজারে যেকোনো রকমের অর্থ বিনিয়োগের(Investment) আগে ভালো করে বিচার বিবেচনা করে নেওয়া উচিত। এখন অর্থবিনিয়োগের প্রসঙ্গ উঠলে শুধুমাত্র ব্যাংক কিংবা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট নয়, শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করছেন বহু মানুষ।
এখানে ঝুঁকি থাকলেও রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। নিজের সন্তান জন্মের পর তার ভবিষ্যতের জন্য শুরু থেকেই ছোট ছোট পরিমাণ টাকা জমা করা দরকার। তাহলে সন্তান বড় হতে হতে মোটা টাকার ফান্ড গড়ে তোলা সম্ভব।
এক্ষেত্রে ভালো রিটার্ন পাওয়ার জন্য মিউচুয়াল ফান্ডের এসআইপিতে প্রত্যেক মাসে অর্থ বিনিয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে প্রতি মাসে এসআইপিতে ২০০০ টাকার অর্থ বিনিয়োগ করা যায়। তবে এই বিনিয়োগ দীর্ঘমেয়াদি হতে হবে।
ধরুন, কোনো ব্যক্তি ২০ বছরের জন্য প্রত্যেক মাসে ২০০০ টাকার এসআইপি করেছেন। তাহলে তিনি ২০ বছর পর কত রিটার্ন পাবেন? এই হিসেব আপনাদেরকে জানানো হল। এক্ষেত্রে বছরে তিনি প্রায় ২১ লক্ষ টাকা বিনিয়োগ করছেন। এরপর অন্ততপক্ষে ১২ শতাংশ সুদ অনুযায়ী তিনি সুদ হিসেবে পেতে পারেন ১৬ লক্ষ টাকা।
এরপর যদি তিনি মিউচুয়াল ফান্ডের এসআইপিতে আরও বেশি পরিমাণে টাকা বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে টাকার পরিমান আরো অনেক বেশি বেড়ে যাবে। আর সন্তানের উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা থাকবে না।