মহিলাদের ১৫,০০০ টাকা করে দেবে কেন্দ্র সরকার, এই প্রকল্পে নাম লেখাই টাকা পাবেন

Free Silai Machine Yojana : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মহিলাদের আত্মনির্ভর করতে বিনামূল্যে সেলাই মেশিন যোজনা চালু করেন। এই প্রকল্পে দেশের মহিলাদের বিনা মূল্যে সেলাই মেশিন দেওয়া হয়। এই…

Published By: Debapriya Sarkar | Published On:

Free Silai Machine Yojana : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মহিলাদের আত্মনির্ভর করতে বিনামূল্যে সেলাই মেশিন যোজনা চালু করেন। এই প্রকল্পে দেশের মহিলাদের বিনা মূল্যে সেলাই মেশিন দেওয়া হয়। এই যোজনার মূল লক্ষ্য হলো, দরিদ্র এবং আর্থিক দিক থেকে দুর্বল মহিলাদের স্বনির্ভর করে তোলা। আজ এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত তথ্য দিতেই আমাদের এই প্রতিবেদন। আসুন জেনে নিন, কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন এবং কারা কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।

আরোও পড়ুন >> একধাক্কায় ১২% বেতন বৃদ্ধি রাজ্যের এই কর্মীদের! কবে থেকে একাউন্টে ঢুকবে এই টাকা?

১. নাগরিকত্ব –

ভারতের কেন্দ্র সরকার পরিচালিত যে কোনো যোজনার সুবিধা পাওয়ার পাবার জন্য ব্যক্তিকে অবশ্যই করে ভারতীয় নাগরিক হতে হবে।

২. বয়সসীমা – 

ফ্রি সেলাই মেশিনের সুবিধা পাওয়ার জন্য মহিলাদের বয়স ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে থাকতে হবে। তাহলেই সেই মহিলা এই যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

৩. বার্ষিক আয় – 

ফ্রী সেলাই মেশিন যোজনার সুবিধা পাওয়ার জন্য মহিলার স্বামী বা তার পরিবারের বার্ষিক ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।

৪. সরকারি চাকরি –

স্বামী কিংবা বাবা সরকারি চাকরি করে এমন পরিবারের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

• ফ্রি সেলাই মেশিন যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় কি কি নথি প্রয়োজন ?

১. আধার কার্ড

২. আয়ের প্রমাণপত্র

৩. বাসস্থানের প্রমাণপত্র

৪. পাসপোর্ট সাইজের ছবি

৫. বৈধ ফোন নম্বর

৬. ব্যাঙ্কের পাসবুক

• ফ্রি সেলাই মেশিন যোজনার সুবিধা পাওয়ার আবেদন পদ্ধতি –

ফ্রি সেলাই মেশিন যোজনার সুবিধা পাওয়ার জন্য মহিলারা অফলাইন কিংবা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। অনলাইন আবেদন জানানোর প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। নিম্নে স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া উল্লেখ করে দেওয়া হল।

• অনলাইন আবেদন প্রক্রিয়া –

১. প্রথমে ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২. এরপর হোম পেজে সেলাই মেশিন যোজনা অপশনটি খুঁজে সেখানে ক্লিক করতে হবে।

৩. এরপর আপনার সামনে যে আবেদন ফর্মটি খুলে যাবে সেটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে।

৪. এরপর উপরে উল্লেখিত প্রয়োজনীয় নথি গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

৫. আবেদন ফরমটি পূরণ করা ও তার সাথে প্রয়োজনীয় নথি অ্যাটাচ করা হয়ে গেলে অনলাইনে সাবমিট অপশনে ক্লিক করে আবেদন পত্রটি জমা করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

৬. আবেদন ফর্মটি জমা দেওয়ার পরে একটি প্রিন্ট আউট করে রাখবেন ভবিষ্যতের জন্য।

• অফলাইন আবেদন প্রক্রিয়া –

অফলাইনে আবেদন করার জন্য প্রথমে নিকটস্থ ব্লক অফিস বা মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে গিয়ে সেখান থেকে ফ্রি সেলাই মেশিন যোজনার আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে। এরপর এই ফর্মটি সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে ফিলাপ করে তার সঙ্গে উপরে উল্লেখিত প্রয়োজনীয় নথি গুলির জেরক্স কপি আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এবার এই নথি সহ আবেদন ফর্মটি, সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর তার রশিদ সংগ্রহ করে সেটা যত্ন করে সংরক্ষণ করে রাখুন ভবিষ্যতের জন্য।

আরোও পড়ুন >> ঝড়ের গতিতে টাকা হবে ডবল! প্রায় ১০% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, খুশি গ্রাহকেরা

ভারতীয় কেন্দ্র সরকারের এই ফ্রী সেলাই মেশিন যোজনার সুবিধা বহু ভারতীয় মহিলারা পেয়েছেন। এই যোজনার সেই সকল মহিলাদের স্বাবলম্বী এবং স্বনির্ভর করতে সাহায্য করেছে। ইতিমধ্যে আবার এই যোজনার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই এই প্রতিবেদনা উল্লেখিত যোগ্যতা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি যদি আপনার থাকে তাহলে আপনি সহজেই ভারত সরকারের এই ফ্রী সেলাই মেশিন যোজনা সুবিধা পেতে পারবেন। দেশের মহিলাদের উন্নয়নের জন্য এটি একটি দারুণ সুযোগ।

About Author
Debapriya Sarkar

দেবপ্রিয়া বিগত বেশ কিছু বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় তার হ...