Realme C63: মাত্র ₹8,999 টাকায় আইফোনের মজা! দুর্দান্ত ফোন লঞ্চ করল এই সংস্থা

Realme C63 : দিন কয়েক আগে সম্পূর্ণ লো বাজেট সেগমেন্টে মাত্র ₹7,699 টাকা দামে Realme C61 ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার ভারতে 10 হাজার টাকার চেয়েও সস্তা Realme C63 স্মার্টফোন…

Published By: Debapriya Sarkar | Published On:

Realme C63 : দিন কয়েক আগে সম্পূর্ণ লো বাজেট সেগমেন্টে মাত্র ₹7,699 টাকা দামে Realme C61 ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার ভারতে 10 হাজার টাকার চেয়েও সস্তা Realme C63 স্মার্টফোন লঞ্চ করা হচ্ছে। এই ফোনে থাকবে নজর কারা কিছু অত্যাধুনিক ফিচারস যা এই বাজেটে আপনি ধারণাও করতে পারবেন না। কি কি ফিচারস থাকবে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়েছে। দেখে নিন এক নজরে।

আরোও পড়ুন >> এবার পস্তাবে Jio, Airtel, Vi! সবচেয়ে সস্তায় আনলিমিটেড কলের প্ল্যান দিচ্ছে BSNL, সঙ্গে মিলবে অতিরিক্ত সুবিধা

• Features Of Realme C63 –

১. 6.75-inch 90Hz Display

২. Unisoc T612 Processor

৩. 4GB RAM + 128GB Storage

৪. 50GB Dual Rear Camera

৫. 8MP Front Camera

৬. 45W Fast Charging

৭. 5,000mAh Battery

• ডিসপ্লে (Display) –

Realme C63 স্মার্টফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট ও 560nits ব্রাইটনেসের পাশাপাশি Mini Capsule 2.0 সাপোর্ট করে।

• প্রসেসর (Processor) – 

Realme C63 স্মার্টফোনে Android 14 এবং Realme UI 5.0 সহ পেশ করা হয়েছে। এছাড়া এই ফোনে প্রসেসিংয়ের জন্য 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত UNISOC T612 চিপ সেট করা রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে মালী G57 GPU যোগ করা হয়েছে।

• ক্যামেরা (Camera) –

ফটোগ্রাফির জন্য Realme C63 স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এরমধ্যে F/1.8 অ্যাপার্চারযুক্ত 50 প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেট করা হয়েছে।

• ব্যাটারি (Battery) –

পাওয়ার ব্যাকাপের জন্য Realme C63 স্মার্টফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। 0% থেকে 50% চার্জ হতে এই ফোনে সময় লাগে ৩০ মিনিট। এছাড়া ১ মিনিট চার্ট দিয়ে ১ ঘন্টা টানা কথা বলা যাবে।

আরোও পড়ুন >> Jio-র পর Airtel! অনেকটা বাড়ল রিচার্জের খরচ, কোন প্ল্যানে কত বাড়ল? রইল লিস্ট

এসব ছাড়াও Realme C63 ফোনে IP54 রেটিং রয়েছে। এর পাশাপাশি এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Air Gestures, Wi-Fi 5 এবং Bluetooth 5.0 দেওয়া হয়েছে। এত সমস্ত ফিচার্স দিয়ে এই Realme C63 ফোনের দাম রাখা হয়েছে মাত্র ₹8,999 টাকা। গতকাল অর্থাৎ ৩ জুলাই ২০২৪ থেকে এই ফোনটি Leather Blue এবং Jade Green কালারে সেল শুরু হয়েছে। কোম্পানির নিজস্ব ওয়েবসাইট, শপিং অ্যাপ ফ্লিপকার্ট এবং অফ্লিয়ান রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি কেনা যাবে।

About Author
Debapriya Sarkar

দেবপ্রিয়া বিগত বেশ কিছু বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় তার হ...