Duare Sarkar Camp : পশ্চিমবঙ্গের সকল বাসিন্দাদের সমস্ত সুবিধামূলক পরিষেবা প্রদান করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়। যারা সরকারি অফিসে উপস্থিত ব্যক্তিগতভাবে উপস্থিত হতে চান না বা পারেন না এবং জাত শংসাপত্রের জন্য আবেদন করার মত সময়ও পান না তাদের অফিসার প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করার জন্য এই প্রকল্পের আয়োজন করা হয়। পরিষ্কারভাবে বলতে গেলে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের সরকারি নথি সংক্রান্ত প্রক্রিয়া গুলোতে সমস্ত সুবিধামূলক পরিষেবা দেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্প কাজ করে থাকে।
আরোও পড়ুন » এবার মহিলাদের ৫০,০০০/- টাকা করে দেবে কেন্দ্র সরকার! কারা কিভাবে পাবেন?
সম্প্রতি আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। দুয়ারে সরকারি ক্যাম্পের তৃতীয় ধাপে শুধু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অধীনে প্রায় ৭০% আবেদন গৃহীত হয়েছিল। চতুর্থ ধাপে বাকি আবেদন গ্রহণ করা হবে।
• দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন নথিগুলি নিয়ে যাওয়া আবশ্যক?
দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার জন্য বিশেষ কিছু নথি প্রয়োজন হয়। নথি গুলি হল –
১. আধার কার্ড
২. রেশন কার্ড
৩. ভোটার আইডি কার্ড
৪. ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট
৫. মোবাইল নাম্বার
৬. পাসপোর্ট ছবি
৭. বয়স প্রমাণ
৮. জাতী শংসাপত্র (যদি থাকে)
৯. PwD সার্টিফিকেট (যদি থাকে)
১০. প্যান কার্ড
• কবে থেকে বসবে দুয়ারে সরকার ক্যাম্প ?
সরকারি সূত্রের খবর অনুযায়ী, জুলাই মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। আপনি যদি কোন সরকারি সুবিধা নিতে চান তাহলে অবশ্যই আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে যেতে পারেন।
• কোথায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে ?
আপনার এলাকার কোথায় দুয়ারী সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে তা আপনি খুব সহজেই জানতে পারবেন ঘরে বসে। কিভাবে জানবেন তা নিম্নে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হলো।
১. প্রথমে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পের ওয়েবসাইটে যেতে হবে।
২. এখন আপনার সামনে ক্যাম্পের মূল পৃষ্ঠাটি ওপেন হবে। এই পেজটি সোয়াইপ করে আপনাকে Find your camp বিকল্পটি নির্বাচন করতে হবে।
৩. এখন আপনার স্ক্রিনে থাকা বিকল্প গুলির মধ্যে থেকে Block/Local Body, GP/Ward option থেকে আপনার পছন্দের বিকল্পটি বেছে নিন।
৪. এরপর জেলা, ব্লক/স্থানীয় সংস্থা, জিপি/ওয়ার্ড বিকল্পটি বেছে নিতে হবে।
৫. এবার ক্যাম্পের স্পেসিফিকেশন আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।
• দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন সরকারি প্রকল্পের পরিষেবা দেওয়া হবে ?
লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, কৃষকবন্ধু, তপশিলি বন্ধু, জয় জোহার, প্রতিবন্ধী সার্টিফিকেট স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্পে।
আরোও পড়ুন » উচ্চমাধ্যমিকের পর এই কোর্স করলেই লাখ টাকার চাকরির গ্যারান্টি
দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে আপনার যদি কোন উদ্যোগ বা প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির সাহায্যে যোগাযোগ করতে পারেন।
হেল্পলাইন নম্বর : 033 2250 1193
ইমেইল : duaresarkar@gmail.com
রাজ্য হেল্পলাইন টোলফ্রি নম্বর : 18003450117, 03322140152
ঠিকানা : নবান্ন ভবন 325, HRBC বিল্ডিং, শরৎ চ্যাটার্জি রোড, শিবপুর, হাওড়া-711102