Bihar Tourism : পাহাড় ও ঝর্ণা একসাথে উপভোগ করতে আর যেতে হবে না সিকিম কিংবা দার্জিলিং, হাতে ৩-৪ দিন সময় থাকলে বেরিয়ে আসুন বিহারের এই শহর থেকে

Bihar Tourism : বর্ষায় পাহাড়, ওয়াটারফলস ঘোরার কথা মাথায় আসলেই সাধারণত আমরা সিকিম দার্জিলিং বা নর্থইস্ট ঘোরার প্ল্যান করে থাকি। কিন্তু আপাতত সেসব স্থগিত রেখে কলকাতা থেকে মাত্র ৭-৮ ঘন্টার…

Published By: Debapriya Sarkar | Published On:

Bihar Tourism : বর্ষায় পাহাড়, ওয়াটারফলস ঘোরার কথা মাথায় আসলেই সাধারণত আমরা সিকিম দার্জিলিং বা নর্থইস্ট ঘোরার প্ল্যান করে থাকি। কিন্তু আপাতত সেসব স্থগিত রেখে কলকাতা থেকে মাত্র ৭-৮ ঘন্টার ট্রেন জার্নি করে ঘুরে আসুন বিহারের রোহতাস জেলার সাসারাম থেকে। বর্ষা কিংবা বর্ষার পরে এই জায়গার সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। আপনি যদি জলপ্রপাতের আসুন আনন্দ উপভোগ করতে চান তাহলে আপনাকে ঘুরে আসতেই হবে বিহারের রোহতাস জেলার সাসারাম থেকে। কিভাবে আসবেন? কোথায় কোথায় ঘুরবেন? এই সবকিছু আজ আমরা জানাবো আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে।

আরোও পড়ুন » এবার পাহাড় ঘোরা হবে আরো সহজ, পাহাড় প্রেমীদের জন্য নয়া উদ্যোগ রাজ্যের

• কিভাবে সাসারাম আসবেন ? 

কলকাতা বা হাওড়া থেকে সাসারাম আসার প্রচুর ট্রেন থাকলেও সাসারাম আসার হাওড়া থেকে সব থেকে ভালো ট্রেন “হাওড়া – বিকানীর স্পেশাল”। এই ট্রেনে করে সকাল ৮ টায় নেমে পড়ুন সাসারাম। এখান থেকে লোকাল ট্রান্সপোর্ট কিংবা গাড়ির হিসাব করে নিতে পারেন। তবে কিছু জায়গাতে আপনাকে ট্রেকিং করে পৌঁছাতে হবে।

• সাসারাম এর উল্লেখযোগ্য ওয়াটারফলস্ গুলি হল –

১. তুতলা ভবানী জলপ্রপাত

২. ধুয়া কুন্ড জলপ্রপাত

৩. মাঝার কুন্ড জলপ্রপাত

৪. তেলহার কুন্ড জলপ্রপাত

৫. গীতাঘাট

Bihar Tourism

• সাসারামের দর্শনীয় স্থান –

1. শের শাহ সুরি tomb

2. ধুঁয়া কুন্ড জলপ্রপাত

3. মানঝর কুন্ড জলপ্রপাত

4. টেলহার কুন্ড জলপ্রপাত

5 . রোহতাসগর ফোর্ট

6. তারাচন্ডী সতীপিঠ

7. তুতলা ভবানী জলপ্রপাত

8. মা মুণ্ডেশ্বরী মন্দির ( ভাবুয়া )

9. করমচাঁদ ড্যাম ও

10. শেরগর ফোর্ট

আরোও পড়ুন » ৫০ বছর ধরে কেন পরিত্যাক্ত এই ষ্টেশন? জানুন কোন অজানা রহস্য লুকিয়ে আছে এই স্টেশনকে ঘিরে

শেরশাহেব সমাজের জন্যই বিখ্যাত সাসারাম। বিশাল পুকুরের মাঝে কৃত্রিম দ্বীপ করে তৈরি সমাধি। স্থানীয়দের কাছে এটি “পানি রোজা” নামে পরিচিত। পশ্চিমবঙ্গের পাশে অবস্থিত হলেও বাঙালিদের আনাগোনা এই শহর একটু কম। সাসারাম খুবই ঘিঞ্জি একটি শহর। পায়ে হেঁটে ঘুরলে চেনা যাবে এই শহরকে। শহরের মুখে মধ্যযুগীয় রীতিতে তৈরি গেট দেখলেই আপনি বুঝতে পারবেন শেরশাহের মাকবরাতে এসেছেন (Bihar Tourism)।

About Author
Debapriya Sarkar

দেবপ্রিয়া বিগত বেশ কিছু বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় তার হ...