SBI Instant Loan: অনেক সময় হঠাৎ করে কোন রকমের আর্থিক প্রয়োজন পড়লে সাধারণ মানুষ লোন গ্রহণ করে থাকে সেক্ষেত্রে তৎক্ষণাৎ কোন লোন অ্যাপ খুঁজে থাকেন গ্রাহকেরা। এক্ষেত্রে বিশ্বস্ত ব্যাংক থেকে যদি লোন পাওয়া যায় সেটি অনেক বেশি গ্রহণযোগ্য হয় গ্রাহকদের কাছে।
আর এবার গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া(State Bank Of India) কোন রকমের নথিপত্র ছাড়াই ঘরে বসে ইনস্ট্যান্ট লোন পরিষেবা নিয়ে এসেছে। আজকের এই প্রতিবেদনে এই ইনস্ট্যান্ট লোন নেওয়ার পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানাবো।
ঘরে বসেই কিভাবে স্টেট ব্যাংক থেকে ইন্সট্যান্ট লোন পাওয়া যাবে?
এক্ষেত্রে এসবিআই-এর অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে খুব সহজেই আপনি ইনস্ট্যান্ট লোনের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সবার প্রথমে আপনাকে স্টেট ব্যাংকের YONO অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এরপর আপনি কয়েকটি ক্লিক-এর মাধ্যমে এই ইনস্ট্যান্ট লোনের জন্য আবেদন করতে পারবেন।
এই লোনের জন্য স্টেট ব্যাঙ্কে একটি সক্রিয় সেভিংস বা কারেন্ট একাউন্ট থাকতে হবে। যে সমস্ত ব্যক্তিরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে যথাযথ লেনদেন বজায় রাখেন, তারা খুব সহজে এই লোন গ্রহণ করতে পারবেন।
SBI-এর ইনস্ট্যান্ট লোনের কি কি বৈশিষ্ট্য রয়েছে?
১) এখানে মাত্র ৫ ক্লিকে ইনস্ট্যান্ট লোন পাওয়া যাবে।
২) এখানে প্রসেসিং ফিস কম আছে।
৩) কোন ফিজিক্যাল নথিপত্রের প্রয়োজন লাগবে না।
৪) এছাড়া ব্যাংকের ব্রাঞ্চে যাওয়ারও কোনো দরকার নেই।
৫) ক্রেডিট স্কোর বা ব্যাংকিং রিলেশন-এর উপর বৃদ্ধি করেই সুদ মিলবে।
৬) ২৪ ঘন্টা অনলাইনে মাধ্যমে এই লোনের জন্য আবেদন করতে পারবেন।
কিভাবে আবেদন করবেন?
এখানে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে। আপনি চাইলে কুড়ি হাজার টাকা লোন নিতে পারেন। এই লোনের জন্য আবেদন করতে হলে নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
১) প্রথমে YONO SBI অ্যাপটি খুলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
২) এরপরে আপনি এখানে লোন অফারের একটি ব্যানার পেয়ে যাবেন সেখানে ক্লিক করতে হবে।
৩) এরপর নিজের প্যান কার্ড নম্বর এবং জন্মতারিখ দিন এবং Yes-তে ক্লিক করতে হবে।
৪) এরপরে আপনি কত টাকা পর্যন্ত লোন পাবেন সেটা দেখতে পাবেন।
৫) এক্ষেত্রে ২০ হাজার টাকার লোন নিলে ৬ মাস থেকে ৩৬ মাসের মধ্যে পরিশোধের মেয়াদ থাকতে পারে।
৬) আপনি সুদের হার, EMI-এর পরিমাণ, প্রসেসিং ফিস এবং অন্যান্য তথ্য পেয়ে যাবেন।
৭) এরপর EMI দেওয়ার তারিখ পেয়ে যাবেন।
৮) তারপরে সামনে কিছু শর্তাবলী দেখতে পাবেন, যেগুলি পড়ার পর নিচে টিক চিহ্ন দিতে হবে।
৯) এরপর আপনার রেজিষ্টার মোবাইল নম্বরে OTP যাচাই করতে হবে।
১০) এরপর লোনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।